আপনাকেই বলছি
মিঠু চন্দ্র
হ্যাঁ আপনাকেই বলছি,
আপনাকে, আপনি শিল্পী, হতে পারেন লেখক/লেখিকা কিংবা বাচিক শিল্পী কিংবা নৃত্যশিল্পী কিংবা অভিনেতা/অভিনেত্রী.....আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ধরুন এই পুজো উপলক্ষ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এ সঞ্চালনা করছেন, কিংবা নৃত্য পরিবেশন করছেন, অথবা গান গাইছেন আবার হয়তো নাটকে অভিনয় করছেন স্টেজে দাঁড়িয়ে, আপনার সঞ্চালনার মাঝে, নৃত্যের মাঝে, গানের মাঝে, নাটকের টানটান সংলাপ বলতে যাচ্ছেন ঠিক সেই সময় একদল লোক হুড়মুড় করে হাতে প্ল্যাকার্ড ইত্যাদি নিয়ে "জাস্টিস ফর আরজিকর", "উই ওয়ান্ট জাস্টিস".....ব্যাস মনোগ্রাহী দর্শক তখন উসখুস করতে লাগলো, বিরক্ত হয়ে আসন ছেড়ে উঠে পড়লো, আপনারও কাজ পন্ড হল, সবমিলিয়ে এক চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হল, ঐ সময়ে দাঁড়িয়ে আপনার, আপনাদের কীরকম অনুভূতি হবে? খুব জানতে ইচ্ছে করে।
বিগত দুই মাস ধরে আপনি ক্ষোভে ফুঁসছেন, আপনার মনের মধ্যে হাজার ব্যস্ততার ভিড়েও একটা অশান্তি কাজ করছে, আপনি প্রতি মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করে চলেছেন একটা মেয়ের জন্য, "তিলোত্তমা" যাকে খুব নিষ্ঠুরতার সঙ্গে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এরকম আরও কয়েকটি ব-র্ব-র ঘটনা। আপনিও সুবিচার দাবী করেন কিন্তু ঐ বিশৃঙ্খলার সময় আপনি ভাববেন সবকিছুর জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা দরকার, তাই না?
পুজো প্যান্ডেল ধর্মীয় পরিবেশ, আনন্দের পরিবেশ, বিনোদনের পরিবেশ ঠিক যেমন আপনার ঐ সাংস্কৃতিক অনুষ্ঠানও আনন্দের ও বিনোদনের পরিবেশ, সেখানে একগাদা লোক জড়ো করে "জাস্টিস ফর আরজিকর", "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান তোলা "অপকর্ম" ছাড়া আর কিছুই নয়।
প্রতিবাদ করাটা যেমন সাংবিধানিক অধিকার তেমনি পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় করা, ঠাকুর দেখা, ব্লগ করা, রিলস বানানো, ছবি তোলা এগুলো তাদের সাংবিধানিক অধিকার। হঠাৎ করে সেখানে প্রতিবাদের নামে কিছু লোকজন নিয়ে ঢুকে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায় কে নেবে? তাছাড়া ধর্মীয় ভাবাবেগ এ আঘাত হয়েছে এরকম ধরে নিয়ে ধর্মান্ধ লোকজনের সাথে যদি প্রতিবাদীদের সংঘর্ষ বাঁধে তার দায় কে নেবে? তাই সবদিক বিচার বিবেচনা করেই কোর্টের সিদ্ধান্ত পুজো প্যান্ডেল এর ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ মিছিল, স্লোগান চলবে না।
পুজো প্যান্ডেল আর দর্শনার্থীদের ভিড় লাইন বাদ দিয়ে বাকি পৃথিবী তো রইলোই প্রতিবাদের জন্য। আমি কোর্টের এই সিদ্ধান্তকে সমর্থন করছি। আপনি/আপনারা?
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment