বাঁচার দায় নেই মরার ও কোন দায় নেই। বুনো ওল আর বাঘা তেঁতুলের যেটুকু সম্পর্ক; সমান সমান
অঞ্জন দাস
১॥
বারান্দা খুললেই পৃথিবী প্রস্তুতি
কানে ও কবিতা ঝোলে ছবি শব্দ হয়
বিনিময় প্রথা ভেঙে কে লিখেছে নদী
তুমি আছো আমি আছি তুলে নেবো জয়
২॥
বৃষ্টি তুমি আসতে পারো এসেই দ্যাখো
জল চেয়েছি ডালের ফুলে পাতার ভেতর
রংপরি রোজ রোদকথাদের অবিশ্বাসে
মেঘের গল্প জমিয়ে ছিলো নদীর ভেতর
ওপর ওপর অনেক দিনই বুঝিয়ে ছিলে
সেই যখনই নামতে হবে নেমেই দ্যাখো
মনের মনে যা ক্ষোভ আছে উগরে দিও
বিপর্যয়ী নেমেই দ্যাখো নেমেই দ্যাখো
৩॥
হাঁসলে তুমি চুপ কথাদের স্তর সরে যায়
ডাল গাছেদের পাতার টুপি ফুল পরে না
নীল বাতাসে কোন সুরভী চোখ টেনেছে
জেগে ওঠার ভুল কি তেমন ঠিক ছিল না
৪॥
জানালায় মুখশুদ্ধি ভেঙে পড়ে গাছের বাতাস
সন্ধ্যাখুলে জলগান ঈশ্বরী গায়
পলায়ন কবিতা কাঁচের চুড়িতে
শব্দ এলে প্রতিবার পদ্য শোনায়
৫॥
গান থেকে তুলে আনো বুকের কড়াই
কিছুটা ভাজতে হবে মন খুলে আনো
বাগানের তাল ভেঙে আনন্দ ওড়াও
নিয়ে এসো গন্ধ তার মুগ্ধ পিয়ানো
৬॥
লেখ্ক যত আবীর ওঠায়
বনের শাখায় কবির চোখ
চশমা বিহীন মিষ্টি শহর
হাঁটছে দেখো তোমার লোক
৭॥
কাননে এসেছি প্রিয় ভুলে যাই পথ
জীবনের মায়ারথ গ্রাস করে মোহ
ডানা দিও শিষ দিও দিও জ্ঞান রথ
ধুলো পাহাড়ের নিচে রাখি বিদ্রোহ
৮॥
তিলোত্তমা পুকুরে বোয়ালের কান্না শোনো বঙ্গ লিলিপুট
যাঁতার দাঁতে ঝোলে ষোলো লাখ বাঙালি ঘাতক
পরাশ্রয়ী সাঁতারে কলমের পান্না সেকি কাদা চিরকুট
হাইকোর্ট কানা শিখে কুমিরের প্রকৃত যাতক
৯॥
কাক ভোরে কোকিলের ডাক,
ফুলের চাদর পাতা বকুলের তলা
দুপুরের ভাটিয়ালি শঙ্খ চিলের ছায়া,
রং করা রাজবাড়ী
তার মাথায় ঘন নীল ছিঁড়ে যাওয়া ঘুড়ি
তার চেয়েও সুন্দর সুন্দর তুমি
১০॥
স্বভাবে তেমন ভারতীয় মনে হয় না
তেল চিটে চুলে শ্যাম্পু লাগাতে হবে
বিড়ালের চোখে ঝুলে আছে সব বায়না
সারা দেশটাকে কবে যেন লটকাবে
১১॥
বটচুলে দোল খায় শৈশব নিঃশ্বাস
চাঁদ মুখে দুধে চড়া চিকচিক মাটি
নিম ফলে জ্বলে যায় নক্ষত্র বিশ্বাস
সেদিনের নুয়ে পড়া চোখ ছিল খাঁটি
১২॥
কাহারা অর্থ চাও আমি চাই অনর্থ কিছু
তোমরা রাজ্য নাও লক্ষী নাও
ব্রহ্মচারী শব্দ দাও কিছু
১৩॥
আকাশ মানে স্থির জেনেছ শূন্যতাকে
আমার চোখে মেঘ করেছে বৃষ্টি হবে
তোমার পায়ে নুপুর হয়ে বাঁচতে পারি
সরস্বতী আলো দিয়ো চক্ষুটাকে
১৪॥
ঝাউয়ের পাতায় কখন তুমি কেমন এলে
মধ্যদিনে তারার খোঁজে হাসির রতন
আমি যখন একলা ঘরের উতল পাখি
চতুর্দিকে ছড়িয়ে থাকো ব্রহ্মকেতন
১৫॥
রং ছবিতে কুঁড়ির ভেতর ফুল আঁকোনি
গানের ভেতর মন লেখোনি গায়ক পাখি
ভাত পড়েছি খিদের ভেতর রাত পড়িনি
রং ছবিতে কুঁড়ির ভেতর ফুল আকোনি
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment