বোনফোঁটার মন্ত্র
তৃষ্ণা বসাক
(অমৃত আর গরল মথিয়া
এসে গেছে আজ ভগিনীদ্বিতীয়া)
নতুন যুগের নতুন সুর।
বোন না যেও দূর।।
বোনের কপালে দিলাম ফোঁটা ।
ভায়েরা প্লিজ দিও না খোঁটা।।
যমুনাকেও দিলাম ফোঁটা ।
যম দেখে ভয়ে কাঁটা!
তুমি আমার বোন হয়ো।
বছর বছর ফোঁটা নিও।।
একশ আশি বছরে আমার বাড়ি তোমার নেমন্তন্ন রইলো !!!!
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment