Sunday, 4 August 2024

কথার উপর তথাস্তু বসে থাকে // ই-কোরাস ১৮৯

 


কথার উপর তথাস্তু বসে থাকে

আলোচক: দেবাশীষ ভট্টাচার্য 


কবিতা কবিদের কাছে মুহুর্তের ফসল তাই কাব্যগ্রন্থে থাকে অনেক কবিতার সমাহার। কিন্তু দীর্ঘদিনের কাব্যচর্চার কুশীলব কবি সুকান্ত সিংহ তার এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন টুকরো টুকরো হীরক খন্ড যা পাঠকের মন অনায়াসে স্পর্শ করতে পারে। সামান্য তিল ফুলের সৌন্দর্যের মধ্যে মর্ত্য চেতনার উত্তোরন দেখেন কবি।'এই তিল ফুলের দেশে/ প্রাচীন তারার গায়ে লেগে আছে পুরাতন রোদ'। সুকান্তের কবিতায় রয়েছে অনেক গল্পের ইশারা যেমন- 'এসো শ্রী/ আমরা দুজনে মিলে আতপ চালের উপর/ ছিটকে আসা রক্ত ধুয়ে দিই। নিম্ন মধ্যবিত্ত অবস্থানের মধ্যে মানুষের গোপন পিছুটান ও স্মৃতি ভরা বেদনার কুসুম ডালাটি তুলে ধরেছেন কবি পাঠকের কাছে। চিত্রকল্প নির্মাণে কবির বিশেষ দক্ষতা আমাদের আবিষ্ট করে। 'উনুনের আগুন জাগ্রত থাকুক ধুলি ধূসরিত পথ/শস্য পাঠের ওই শেষটুকু জাগিয়ে রাখিও'। সামগ্রিকভাবে কাব্যগ্রন্থের সবকটি কবিতায় আমাদের জেগে থাকার আত্মবিশ্বাস তৈরি করে। আসলে কবি ভ্রাম্যমান পথিক তার এলোমেলো ঘোরা বিচিত্র মানুষের দেখাশোনার মধ্যে তার অন্তর্নিহিত বেদনার সমাচার তুলে ধরেছেন এই কাব্যগ্রন্থে। কবিতা প্রিয় পাঠকরা বইটি সংগ্রহে রাখলে নিরাশ হবেন না। 

কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা। 


প্রকাশক ধ্যানবিন্দু কে অভিনন্দন জানাই। 

                   .............................. 



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

1 comment:

  1. অপেক্ষায় আছি, ধ্যানবিন্দু অর্ডার নিয়েছে 👌

    ReplyDelete

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...