Sunday, 21 July 2024

কাঁসাই পাড়ের যুদ্ধ : নিবিড় পাঠ // ই-কোরাস ১৮৭

 



কাঁসাই পাড়ের যুদ্ধ : নিবিড় পাঠ

ইতি মণ্ডল 

Child psychology বেশ জটিল। তাই শিশুদের নিয়ে কিছু লিখতে গেলে বেশ ভাবতে হয়। শিশুদের নিয়ে লেখাও বেশ কম। শ্রীজিৎ জানার "কাঁসাই পাড়ের যুদ্ধ" উপন্যাসটি আমার অনুভবে শিশুদের উপযোগী হয়েছে। 

         প্রথমেই বলতে হয় উপন্যাসটির আয়তন পরিমিত, তাই দীর্ঘসময় ব্যয় করতে হবে না। যা অনেক সময় বিরক্তির কারণ হয়। আবার ব্যস্ত জীবনে সময় সংকট হয়ে দাঁড়ায়। এমনিতেই বাচ্চারা এখন সিলেবাসের বাইরের বই যেগুলি তার ক্যারিয়ারের কোন চমকপ্রদ নম্বর এনে দেবে না, তা পড়তে ভুলে গেছে।

            পুরো উপন্যাসটি ছোট ছোট সহজ সরল বাক্যে লেখা। কোথাও জটিল, যৌগিক বাক্য আমার চোখে পড়েনি। 

             ভাষা ব্যবহার একদম সাবলীল সরল কথ্য। সব থেকে আকর্ষণীয় উপন্যাসের শিশু চরিত্র গুলির মুখে অবিমিশ্র ভাষা। রুদ্রর মুখে---"সামার ভ্যাকেশন", বৃন্তিকার মুখে ----"নো !নো ইয়েস!" এগুলি ইংরেজি ভাষা। যা নবপ্রজন্মের মুখে আমরা শুনতে অভ্যস্ত। অর্কর মুখে--"লিউকোপ্লাস্ট সাঁটালাম"সাঁটালাম শব্দটি বেশ মজার। এরকম নানা ইং-বং মিশ্রিত শব্দ ব্যবহার উপন্যাসটিকে অন্য মাত্রা দিয়েছে।। 

          বন্ধু দাদুর চরিত্রটির অবতারণা শিশু মনকে যথেষ্ট প্রভাবিতকরবে। ছোটবেলা থেকে আমরা দাদু ,দিদা ,ঠাকুমার মুখে গল্প শুনতে ভালোবাসি। একসময় আমরা গল্প দাদুর আসর খুব মন দিয়ে শুনতাম।

                  বিষয় নির্বাচনের ক্ষেত্রে লেখক নিজে নিজ অঞ্চলের প্রতি আসক্ত। তাই বারবার তাঁর লেখনিতে বিষয় হিসাবে নিজের মহকুমা, গ্রামের ঘটনা নির্বাচিত হয়। এটি ও তার ব্যতিক্রমী নয়। পুরো উপন্যাসটি একটি আঞ্চলিক স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে রচিত। দাসপুরের চেঁচুয়া হাটের স্বাধীনতা আন্দোলনের কাহিনী। যেখানে এখনো ১০ জন স্বদেশীর স্মৃতিচিহ্ন রক্ষিত আছে। এটি কাঁসাই পাড়ে অবস্থিত ।স্বদেশী আন্দোলন বর্ণনা করতে গিয়ে পারিপার্শ্বিক কিছু অঞ্চলের নাম, কাঁসাই নদীর নামকরণের ইতিহাস, দাসপুর থানার ইংরেজ  চাটুকারি অত্যাচারী ভোলা দারোগার বিশ্বাসঘাতকতা, বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম বর্ণিত হয়েছে। 

            কাহিনী বিন্যাস তথ্য ভারে কোথাও ভারাক্রান্ত হয়নি। মাঝে মাঝে বিরতি উপন্যাসটিকে তথ্যভার থেকে মুক্ত করেছে। কাহিনীর মাঝে একটি নৌকাডুবির অলৌকিক ঘটনা প্রচলিত মিথ বলা যেতে পারে শিশু মনের গল্প শোনার তেষ্টাকে জাগিয়ে তুলেছে। সামান্য মোড় পরিবর্তন। তবে সাব-প্লট গুলি কখনোই কেন্দ্রীয় প্লটকে ছাপিয়ে যায়নি বা অপ্রাসঙ্গিক হয়নি। 

         সুন্দর রূপকধর্মী বাক্যের ব্যবহার---"কিহে দাদু, এরা কারা? ভীমরুল নাকি বোলতা? এতগুলো হুল ফোটালে বুড়োটা যে অক্কা পাবে।"উত্তরে---"আমরা ভীমরুল বোলতা কোনটাই নই আমরা প্রজাপতি ।আজ চেটেপুটে সব মধু নিয়ে যাব।"

         আঞ্চলিক ইতিহাসের সাথে লেখক সুনিপুনভাবে  জাতীয় ইতিহাসের সেতুবন্ধন করেছেন। গান্ধীজীর "লবণ সত্যাগ্রহ" আন্দোলন অর্থাৎ "ডান্ডি" অভিযান।

         কাহিনীর মধ্যে আবেগঘন মুহুর্তের পরিবেশ সৃষ্টি করেছেন লেখক সঙ্গীতের চরণ দিয়ে—"ভয় কি মরনে /রাখিতে সন্তানে,/ মাতঙ্গী মেতেছে আজ/ সমর রঙ্গে।"আবেগ ঘন মাতৃত্বের ঘটনা --স্বদেশীদের  তৃষ্ণা মেটানোর জন্য মায়েদের স্তন পান করানো। আবারো একবার প্রমাণ হল নারী শক্তি কোন কালেই পিছিয়ে ছিল না। তাঁদের বুদ্ধিমত্তা, মমত্ববোধের কাছে সব চক্রান্ত ব্যর্থ হতে পারে। এই বিরল অথচ সত্য তথ্য গুলি লেখক সংগ্রহ করে তাঁর কলমের লেখনিতে জীবন্ত করে তুলেছেন। আরেকটি চরিত্র মন কেড়েছে বিহারী লছমন সিং ।ভিন রাজ্যের হয়েও এখানকার স্বদেশীদের পাশে থেকে লড়াই করেছে।

     সর্বোপরি বলা যেতে পারে শ্রীজিতের "কাঁসাই পাড়ের যুদ্ধ" শিশু উপন্যাসটি  বেশ সুখপাঠ্য আর লেখক অতীব বুদ্ধিমত্তা ,ধৈর্য, শ্রম ও নিপুণতার সাথে উপন্যাসটির মধ্য দিয়ে শিশুদের কে নিজের আঞ্চলিক ইতিহাস জানান দিয়েছেন।যা পড়ে শিশু ঋদ্ধ  হবে ও শিশুমনে স্বদেশ প্রীতি সঞ্চারিত হবে ।

        শ্রীজিৎ কে ধন্যবাদ এরকম একটি শিশু উপন্যাস বাংলা শিশু সাহিত্যকে উপহার দেওয়ার জন্য ।যা শিশু সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করবে ও নব প্রজন্মের পাথেয় হবে।।

কাঁসাই পাড়ের যুদ্ধ, প্রকাশক- সায়ন্তনী, মূল্য -১০০/


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...