Sunday, 7 July 2024

পাঠ প্রতিক্রিয়া : কাঁসাই পাড়ের যুদ্ধ // ই-কোরাস ১৮৫

 



পাঠ প্রতিক্রিয়া : কাঁসাই পাড়ের যুদ্ধ 

মহাশ্বেতা দাস

    একই বাড়িতে দুইবোনের নাম অনুপমা আর নিরুপমা হলে যেমন তাদের ভালবেসে ডাকা হয় অনু আর নিরু বলে! তেমনই আমাদের ঘাটাল মহকুমায় শিলাবতী আর কংসাবতী…. বহমান এই দুই নদী যেন আমাদেরই ঘরের মেয়ে, হেসে খেলে ঘুরে বেড়ায় আমাদেরই চারপাশে! আর তাই আবাল্য সখ্যতায় এদেরও ডাকা হয় শিলাই আর কাঁসাই আদুরে নামে। নিত্য যাপনে মিশে থাকা এদের ঘিরে অনেক স্মৃতি অনেক ভাললাগা অনেক মুহূর্তের ঋণ! তাই এদের নিয়ে সাহিত্য লেখা হলে সেই বইটি যে একটু বেশিই ভাললাগার বই হবে সেকথা বলার অপেক্ষা রাখেনা। হ্যাঁ ঠিকই টের পেয়েছেন। আমি শ্রীজিৎ জানার শিশু ও কিশোরদের জন্য লেখা “কাঁসাই পাড়ের যুদ্ধ “ উপন্যাসটির কথা বলছি। 

         শ্রীজিৎ এর লেখা “অন্তরে বাহিরে সহজপাঠ”, “বিষাদ গীতিকা” এবং বেশকিছু ছোটগল্প পড়েছি। সায়ন্তনী পত্রিকায় নিয়মিত ছোটদের জন্য গল্প লিখতে দেখেছি, পড়ে মজা পেয়েছি। তবে ছোটদের জন্য ওঁর লেখা উপন্যাস এই প্রথম। অন্তরে বাহিরে সহজপাঠ এর মতো গুরুগম্ভীর গবেষণাধর্মী লেখার পর ছোটদের জন্য ছোটদের হয়ে ছোটদের মতো করে লেখার এই যে যাত্রাপথ, লেখককে পৌঁছে দিয়েছে বাংলা শিশুসাহিত্যের অন্যতম স্থানে। গল্পকথক উমাপতি বাবু…. রুদ্র, বৃন্তিকা, রিনিয়া আর অর্কর যিনি বন্ধুদাদু! এই চরিত্রটির মাধ্যমে সহজ সরল ভাষায় লেখক বলে গেলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে কংসাবতী নদীর পাড়ে ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী সংগ্রামের কথা যা কিনা আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতার এক কোণে চেঁচুয়া বিদ্রোহ নামে কয়েক পঙক্তির মধ্যেই সীমাবদ্ধ রয়েগেল এত বছর ধরে। অবিভক্ত মেদিনীপুর যে ছিল স্বদেশী আন্দোলনের আঁতুড় ঘর….. ক্ষুদিরাম , প্রদ্যোৎ , মৃগেন প্রমুখ বিপ্লবী যে শুধু এই জেলার নয় ঘাটাল মহকুমার দাসপুরের ভূমিপুত্র…. এঁদের আত্মত্যাগ, ভোলা দারোগার মত কিছু ব্রিটিশের পা-চাটা বিশ্বাস ঘাতকের কথা বড়দের জানা থাকলেও শিশু কিশোরদের কাছে অজানাই রয়ে গেছে। তাই ওদের উপযোগী এই উপন্যাসটি বাংলা শিশু সাহিত্যের ভান্ডারে অন্যতম সম্পদ হয়ে রইল। 

     বৃন্তিকা, রুদ্র, অর্ক আর রিনিয়ার খুনসুটি, শিশুসুলভ দুষ্টুমি… রুদ্রর মা সুতপার অভিভাবকত্ব সবটা নিয়ে বেশ টুকটুক করে এগিয়ে চলেছিল গল্প। সর্বোচ্চ উত্তেজনা অনুভূত হয় সপ্তম পর্বে এসে। মেনকা দেবী ও ব্রজবালা দেবী বুকের স্তন্য দিয়ে যেদিন প্রাণ বাঁচালেন ভোলা দারোগার অত্যাচারে বন্দী আন্দোলনকারীদের আর ওঁদের এই কাজে শিব মন্দিরের আটচালা কাপড় দিয়ে ঘিরে সাহায্য করলেন গ্রামের অন্যান্য মহিলারা! স্বামী বিবেকানন্দ চিরকাল মাতৃশক্তি জাগ্রত করার কথা বলেছেন। মায়েরা জেগে উঠলে বিশ্বের যেকোন অশুভ শক্তি যে পিছু হটতে বাধ্য থাকে..  সেদিন একথাই টের পেয়েছিল ইংরেজ সরকার। আমাদের মা-মাসি থেকে পাড়ার অশিক্ষিত সাধারণ মেয়েদের অবদান ও কোন অংশে যে কমছিল না…. কে মনে রাখে!!!  শ্রীজিৎ তাঁর উপন্যাসে সেসব অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন। সাবলীল ভাবে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের এইসব টুকরো অথচ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার যে দায়বদ্ধতা পালন করেছেন লেখক তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। 

     তিতাস পন্ডার তৈরী প্রচ্ছদ, কণিকা পাঁজার অলংকরণ, অনুপম মুখোপাধ্যায়ের লেখা প্রস্তাবনা এবং…. অপূর্ব দাস, সৌমিত্র হড়, তিতাস পন্ডা এবং কণিকা পাঁজা এর  সামগ্রিক কাজ, সবটা মিলিয়ে সায়ন্তনী প্রকাশনার প্রযত্নে “কাঁসাই পাড়ের যুদ্ধ”  বইটি শিশু কিশোরদের জন্যে আকর্ষণীয় এক উপহার। 

মূল্য - ১০০/-


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...