ইতি মণ্ডল এর কবিতা
মনের ভিতর মন
৬.
আমি একটা গাঁও চাই !
যে গাঁয়েতে আছে আমার
ফেলে আসা স্মৃতি আধার।
আঁকা বাঁকা মেঠো পথের
দু,ধারেতে সোনার প্রলেপ।
এলো চুলের ছোট্ট বেনী
দুলতো শুনে মোহন ধনী।
পাঠশালাতে ছুটির দিনে
আমরা ভাসি শাপলা বিলে।
শিউলি তলে আঁচল পেতে
ভরিয়ে নিতাম দিনে রাতে।
সাঁঝের বেলা পাঠের টোলে
আসতে তুমি দেখার ছলে।
মিষ্টি চোখের চাহ নিতে
আমার তুমি মন ভোলাতে।।
৭.
আমি একটা বৃষ্টি বেলা চাই!
যে বৃষ্টির দমকা হাওয়া
উড়িয়ে দেবে চাওয়া পাওয়া।
টাপুর টুপুর ছন্দ দোলায়
ঝরবে অঝোর সকাল বেলায়।
মুখোমুখি মনের ঘরে বসবো দুজন প্রানের পরে।
শূন্য ঘরে শূন্য মনে
ভরিয়ে নেবো আপন জনে।
ছিটকে আসা বৃষ্টি ফোঁটায়
সিক্ত হবো তোমার ছোঁয়ায়।।
৮.
আমার একটা তুমি চাই!
যে তুমিকে চাইবো সাথে
জ্যোৎস্না ঝরা মধুর রাতে।
নয়ন বেয়ে জল গড়ালে
অনু রাগের ছোঁওয়া দিয়ে,
আলতো করে সোহাগ ভরে
মুছিয়ে দেবে জুঁই রুমালে।
বলবে তুমি আদর গলায়
রাগ করেছো আমার কথায়?
বিষাদ মনে মেঘলা দিনে
শান বাঁধানো পুকুর ঘাটে,
বসবে এসে আমার পাশে
এক পশলা প্রেমের টানে।
খোঁপায় দেবো বেলির কুঁড়ি
আতর মাখা মন ময়ূরী,
উঠবে নেচে পেখম মেলি
বাজবে রিনি হাতের চুড়ি।
মিষ্টি চোখের মিষ্টি হাসি
আকাশ রাতে শলমাজরি
আলতো করে আলতা ঠোঁটে
ভরিয়ে দেবে আমায় চুমে।।
৯.
তুমি যখন আকাশ হয়ে
ঢাকবে মেঘে বেলা
আমি তখন বৃষ্টি হয়ে
ভাসবো নিয়ে ভেলা।
তুমি যখন সূর্য হয়ে
জ্বালবে অগ্নি পাখা
আমি তখন ছায়া হয়ে
মিলবো শত শাখা।
তুমি যখন পাহাড় হয়ে
পাথর হবে রেগে
আমি তখন নদী হয়ে
চলব আপন বেগে।
তুমি যখন ডিঙি হয়ে
ভাসবে নদীর বুকে
আমি তখন ঢেউ হয়ে
দুলবো তোমার চোখে।
তুমি যখন বৃষ্টি হয়ে
ঝরবে উঠান মাঝে
আমি তখন নূপুর পায়ে
নাচবো রঙিন সাজে।
তুমি যখন অস্ত যাবে
রাঙিয়ে আকাশ শেষে
আমি তখন রাঙা হয়ে
ছড়িয়ে বিশ্ব বেশে।।
১০.
কালবৈশাখী তুমি কি আসবে?
ঘুটঘুটে কালো মেঘ নিয়ে
গুরু গুরু রব তুলে
গোমড়া মুখে অম্বর মাঝে।
তপ্ত ধূলা উড়িয়ে দিয়ে
দুর্নিবারের ঘূর্ণি পাকে
অশ্বমেধের ঘোড়ার সাজে
রুদ্র বেশে ভুবন মাঝে।
মেঘ তুমি কি আসবে?
বজ্রসহ বৃষ্টি নিয়ে
শিলে শিলে ভরিয়ে দিয়ে
ঝমঝমিয়ে খরার মাঝে।
গাছের তৃষা মিটিয়ে দিয়ে
ক্ষেতের ফসল ফলিয়ে নিয়ে
পরান মাঝির গান শুনিয়ে
নদী হয়ে সাগর মাঝে।
বৃষ্টি তুমি কি আসবে ?
শাওন গগন ভেদ করে
সোঁদা মাটির গন্ধ মেখে
ভালোবাসার বন্ধু নিয়ে
আকাশ সমান প্রেম নিয়ে
হারিয়ে যাওয়া হৃদয় মাঝে।।
..........................
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - অভিষেক নন্দী
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment