Sunday, 12 May 2024

ইতি মণ্ডল এর কবিতা // ই-কোরাস ১৭৯


 


ইতি মণ্ডল এর কবিতা 

মনের ভিতর মন

আমার  একটা বসন্ত চাই! 

যে বসন্তে প্রিয়ক  হয়ে,

বসবে তুমি আমার পাশে। 

শিমূল পলাশ চূড়ার তলে,

গুন গুনিয়ে কথা কবে।

সূর্য যখন পাটে যাবে 

রামধনু রঙ খোয়াই তটে।

হাতের উপর হাতটি রেখে,

ঠোঁটের উপর ঠোঁটটি দিয়ে-

গুনগুনিয়ে গান শোনাবে।।


২.

আমার একটা ফাগুন চাই!

যে ফাগের রঙে উড়িয়ে দিয়ে 

দুঃখ চেপে হৃদ্ মাঝারে,

আমায় তুমি আপন করে 

অশোক রঙে রাঙিয়ে দেবে। 

রঙ তুলিরই কার সাজিতে 

আমায় তুমি সাজিয়ে নেবে,

রঙিন মনের ক্যানভাসেতে। 

শূন্য শাখে কিশলয়ে 

জীবন তৃষা ভরিয়ে দিয়ে,

বাঁধবে তুমি হৃদয় ডোরে।।


৩.

আমার একমুঠো ঝরা পলাশ চাই! 

ঝরা ঝরা পাপড়ি গুলো 

ঝেড়ে নিয়ে তাদের ধূলো ,

রং তুলিরই ধোওয়া জলে 

একটা একটা ডুবিয়ে নেবো।

রঙিন হবে শুকনো পলাশ

থোকে থোকে তাদের আবার 

নিঃশ্ব শাখে গেঁথে দেবো।

খিলখিলিয়ে উঠবে তারা 

আমরা আবার প্রেম বিলাবো।।


৪.

আমার একমুঠো ঝরা আবির চাই!

প্রান্তিকের ওই আবির গুলোয়

ভরে নেবো হাতের মুঠোয়।

হারিয়ে যাবো অনিয়মে 

লুকিয়ে আছে যে প্রিয়রা 

আমার মনের অঙ্গনে।

তাকিয়ে দেখে ফ্যাল ফেলিয়ে

মাতাল হওয়া রঙিন দিনে।

বেরঙিন ওই জীবন মাঝে 

ক্ষুধার জ্বালায় যাপন কাটে।

ব্রাত্য ওরা সবার কাছে, 

আলতো করে ওদের গালে 

আঁকবো আমি রঙের প্রলেপ।

খিলখিলিয়ে উঠবে ওরা 

তোমার আমার প্রেম প্রাসাদে।।


৫.

আমার একটা তরণী চাই!

যে তরীতে হালটি ধরে 

বসবো আমি নাবিক হয়ে। 

মরছে যারা কাতরে কাতরে

যন্ত্রণার ই মরণ ফাঁদে।

উজান ভাটার বক্ষ চিরে 

নিয়ে যাবো সুখের তীরে ।

যেখানে তে আছে আমার

চাঁদের হাটের ছোট্ট কুঁড়ে।

ভাসবে তারা স্বপ্ন নীড়ে 

তোমার আমার প্রেম সাগরে।।



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - প্রেম মুখার্জি

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...