ইতি মণ্ডল এর কবিতা
১.
পতিতা
আমার জঠর থেকে নিষিক্ত ডিম্বানু দিয়ে,
সৃষ্টি করো তোমাদের কাল জয়ী নারীশক্তি…
দেবী দুর্গা।
শরতের আগমনে তোমাদের মনে অনুরণিত, আগমনীর সুর।
আমার বক্ষ উদর তখন ক্ষুদায় ভরপুর।
তোমাদের দশ পূজা দেবতার অস্ত্রে সুসজ্জিত,
আমার দেহ সমাজ দেবতারা করে বিবস্ত্র।
তোমাদের ত্রিশূলধারী বধ করে মহিষাসুর,
নিশুত রাতে আমার বক্ষ রক্তাক্ত করে তোমাদের কামাতুর অসুর।
তোমাদের সন্তান নতুন সাজে ঢাকের শব্দে মাতে।
আমার ভালোবাসা অবৈধ হয়ে পথে পথে হাত পাতে।
তোমাদের বাচ্চা শপিংমলে সেরা সেরা খোঁজে।
আমার বাছার মন দূর প্রান্তে অনুদান টুকুই বোঝে।
তোমরা নব নব সাজে আলোর রোশনাইতে ---
মন্ডপে পাও সুখ।
আমরা রং মেখে খুঁজি খদ্দেরের মুখ।
রকমারি মিডিয়া আসে আমার ফুটেজ বানাতে,
ফুটে উঠি লেখকের লেখনীতে।
চড়া আলোর চকমকিতে ব্যস্ত তারা অ্যাওয়ার্ড নিতে।
আমরা থেকে গেছি সেই অন্ধকার গলিতেই।।
২.
বাঙালিয়ানা
চৈতি শেষে বোশেখ আসে
কালো মেঘে আকাশ ঢাকে।
তানপুরার ই ধুলো ঝেড়ে
সুর তুলে ঐ তারের টানে।
জীর্ণ পাতা ঝরিয়ে নিয়ে
কিশলয়ে লয়ে ভরিয়ে দিয়ে।
পুরানো সুর অনুরাগে
বাজে হৃদে বীনার তানে।
নব দিনের সাজের ঢঙে
বসন ভূষণ আভরণে।
শঙ্খ বাজে দোরে দোরে
উৎসবের ই আমন্ত্রণে।
নূতনেরে আপন করে
ভরিয়ে দিয়ে ঘরে ঘরে।
বাঁচিয়ে রাখি বর্ষে বর্ষে
বাঙলা মাকে মনেপ্রাণে।।
৩.
গোধূলি
অস্তরাগের সন্ধ্যা বেলা
শেষ আকাশে রঙের মেলা
দিগন্তে আজ আবির খেলা
দূর পারে মেঘ ভাসায় ভেলা।
বকের দল সারি সারি
মেলে তাদের ডানাগুলি
ফিরছে তারা আপন নীড়ে
রাঙিয়ে নিয়ে মন মদিরে।
কৃষক কাঁধে লাঙল নিয়ে
ফিরবে তার প্রিয়ার কাছে
দাওয়ায় সেজে বসে আছে
সন্ধ্যা প্রদীপ জ্বালবে বলে।
গাঁয়ের বধূ কলসি কাঁখে
ঝুমুর ঝুম্ জলকে চলে
সিঁথির মাঝে রাঙিয়ে দিয়ে
রাখবে যারে আঁচল তলে।।
৪.
নারীদের দিবস
চাইনা এত প্রহসন
নারীর স্থান যেখানে
দাবানলের শিস্ মহল।
পুরুষের অহংকারে
যেথায় নারীর দিন কাটে
খুবলে খুবলে খাচ্ছে যারা
নারীর দেহ পাটে পাটে।
বস্ত্রহীনা হয়ে যেথায়
নারী হাঁটে পথে-ঘাটে।
মুখ লুকিয়ে আছে হেথায়
হায়না সম প্রশাসক
নারী তুমি !যাবে কোথায়?
ওই দেখো সব শকুন দল।
নারীর বক্ষ চেপে ওরা করে ওম
অথচ প্রাসাদের ভিতর হাম্ অর তোম্।
চাইনা এ মৃৎ পাত্রের উৎসব
চাইনা দিনে দিনে ধর্ষিতা
নারীদের…এ দিবস।।
৫.
রবীন্দ্রপূজা
কোলাহল!শুধুই কোলাহল!
তার মাঝেই রবীন্দ্র বৈশাখ আসে আর যায়
আমরা তোমার আলো- আগুনের কথা বলি
কিন্তু তার নীচে দুঃসহ গহীন অন্ধকার...
মননজুড়ে যে নিবিড় ছায়া
প্রেমহীন জীবন, প্রপঞ্চ ও সুধা
গরল ও অমৃতে অপূর্ণ গহ্বর
লাশকাটা ঘরে খু্ঁজি আমার সমর!
ঘাসের মাথায় শিশিরের চোখ জেগে আজও
দিকে দিকে রবীন্দ্রপূজা, উছলে উঠে মহাকাল
গোড়েমালা ঢাকে তোমার মুখ, নীলকন্ঠ আজ
প্রশ্ন জাগে, রবীন্দ্র পূজা কি শুধুই আড়ম্বর?
…………………..
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - অভিষেক নন্দী
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment