দুঃখানন্দ মণ্ডল এর কবিতা
অভিসার ১
তোর শরীরে বসন্তের ছোঁয়া
দেখবি আয় পাতার বুকে এখনো শিশির জমাট বাঁধে
কাল সকালে একটু সময় রাখিস…
আজ রাতে এক পংক্তি চিঠি লিখছি তোর জন্য।
তুই আমার বনসাই। তোকে জড়িয়ে শ্বাস নেবো
অপেক্ষা করিস সময়ের কাছে। দিনের আলো আসবে যাবে।
কবিতার খাতায় আমার জন্য একটা কবিতার রূপ দিস
আমার গোপন প্রেম তোর মাঝদরিয়ায় ডুব দেয়
আয় চলে আয় মিঠেল রোদে এজীবনের সুর বাঁধি।
অভিসার ২
শেষ চিঠি পাঠিয়েছিলাম
সময় হয়নি ধূসর খাম ছিঁড়ে পড়ার
আজ বলবো ভেবেছিলাম!
তাও শোনার সময় ছিল না
ফোনটা বিচ্ছিন্ন হল...
যাক ফিরিয়ে নিলাম কথাগুলো
মুখ বন্ধ খামটা বইয়ের তাকে তুলে রাখিস
নতুবা শব্দের কোলাহলে ভাসিয়ে দিস।
দূরত্ব অনুসারে একটা দাগ কেটে দিলাম
অতিক্রান্ত হবে অভিসারে যাওয়ার পথ
চিঠির ভাঁজে ভাঁজে মুছে যাবে শব্দের কলরব
পড়ে থাক স্মৃতির মেঘলা জীবন !
অভিসার ৩
বাসি দুধ পুলি পিঠে মতো বাসি খবর পড়তে বেশ লাগে
আজকের তাজা খবরটি টেবিলে পড়ে আছে
ঠাণ্ডা পিঠের মতো গোগ্রাসে গিলে চলেছি বাসি খবর।
যে কবিতাটি গতরাতে পড়েছিলাম আজ আর মনে নেই
মনে নেই কে ছিল সে কবি, দোষটা আমার না দোষটা ফেসবুক ওয়ালের
অথচ বেশ মনে আছে বোতলে এখনো বাসি হুইস্কি কতটা আছে।
গতরাতে ভিজিয়ে রাখা চিরতার জল বাসি মুখে গিলেছো তুমি
আর আমার পড়ার টেবিলে হুইস্কির বোতল মোড়া টুকরো কাগজটি যত্নে রাখা
বাসি মুখ থেকে গতরাতের হুইস্কির গন্ধ এখনো ভাসছে। নতুন খবর এসে গেছে
আমি হুইস্কি মোড়া টুকরো কাগজটি পড়ে নিচ্ছি এক বর্ণমালা থেকে আর এক বর্ণমালা।
অভিসার ৪
মেয়েটি অনেকদিন বিকেল দেখেনি…
একটি ফ্ল্যাট আর একটি ফ্ল্যাটের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে
মেয়েটি বিকেল খুঁজে কাঁচের জানালার বিপরীতে চোখ রেখে।
ভুল স্রোতে ভেসে যাওয়া মন ক্লান্তি অনুভব করে
দাঁড় টানা পুরুষালি হাত এখনো দাঁড় টানে
এমনকি ভাঙা পাড়ে এখনো দাঁড়িয়ে আছে বটগাছটি।
মেয়েটি ভুলে গেছে পাড়ভাঙা ঢেউয়ের চুম্বন
ভুলে গেছো স্তনের উপর হাত রাখা শরীরী ভাষা
অথচ বটগাছটি বহন করে চলেছে সূর্যাস্ত হাটের ইতিকথা।
মেয়েটি অনেকদিন বিকেল দেখিনি
দেওয়ালে লাগানো ডাকবাক্স খুলে দেখেনি অনেকদিন,
চিঠির ভাঁজে ভাঁজে পুরাতনী দাগ ধরেছে, জং ধরেছে ডাকবাক্সের চাবিতে।
অনেকগুলি বিকেল সন্ধ্যার কাছে প্রতিক্ষা করেছে
অবসর নিয়েছেন পোস্টমাস্টার। জং ধরা ডাকবাক্স এখন আর নেই,
ভুলগুলো খুঁজতে খুঁজতে মেয়েটি এখন একা সূর্য ডুবে যাওয়া দেখে নদীর ধারে এসে…
অভিসার ৫
দূরত্বরেখা বাড়তে বাড়তে বয়স বেড়েছে কোটি যোজন।
তুমি অপেক্ষা করো…
স্পর্শ অনুভব… অনুভূতিরা ভিড় করে,
পাওয়া হয়নি শেষ শীতের বিকেল।
উষ্ণতা নিয়ে ওরা ফিরে গেছে… ওরা আমার আত্মজ।
ক্যালেন্ডারে শেষ হওয়া প্রতিটি বিকেলের গায়ে দাগ কাটি
স্মৃতিরা সাজানো আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ…
..............................
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment