বর্ণালী ভুঁইয়া এর কবিতা
স্বরলিপি
থমকে থমকে ভোর নেমে আসে
ঘরের ভেতর আতর মাখা কেউ
জেনেটিক রোগে ঘেমে যাওয়া শরীর
ছড়িয়ে দেয় দুর্বোধ সংলাপ।
আলকচিত্রে সাজানো স্মৃতিকথায়
পাখির চোখ ভেসে ওঠে
আলতো হাওয়ায় এলোমেলো হয়ে যায়
গ্রামের বুকে জমা থাকা স্বরলিপি
চাঁদের দেশ
প্রতিরাতে একবার খোলা ছাদে গিয়ে দেখি
লাজলজ্জাহীন আলিঙ্গনে ব্যস্ত চাঁদ ,তারারা।
ওদের দিকে আঙুল তুলে কেউ বাড়তি জবাব চায় না।
যতবার মেকাপ হীন শরীরে নাভি দেখা গেছে শাড়ীর ভাঁজে
ততবারই মনুষ্যত্বের চামড়ায় কালি ছিটিয়ে জন্ম দিয়েছে এক একটা অধ্যায়ের
আমি একবার লজ্জাহীন দেহে হেঁটে যাবো চাঁদের দেশে....
রেখে যাবো মৃত্যুর আগে জন্মের আলো।
আত্মকথা
যতবার আঙুলের পাশে আঙুল রেখেছি
সরে সরে গেছে রোদ্দুর,বৃষ্টি ,মুনিয়াটার কলরব,বনেদিয়ানা
ফিরেও এসেছে শীতের সকাল, বসন্ত উৎসব,
মুখার্জী বাড়ির ঢাকের আওয়াজ
থেকে গেছে কেবল বৈষ্ণব পদাবলির কিছু খন্ড, ছোট কপালেশ্বরীর আত্মকথা।
মুখোমুখি
প্রতিটি গোধূলি সন্ধ্যা তানপুরার সুর ওঠে না
বিকেলের সূর্যাস্ত কালো মেয়ের ভালো থাকা নিয়ে কাব্যি করে না
মেঘলা মেঘ বৃষ্টি আনে না
কেবল একটা পৌঢ় দুপুর নৌকোর মুখোমুখি
ঠিক গড়তে জানে।
ভার্জিন বুক
এক পশলা বৃষ্টি
লেগে আছে চিবুকে
ফিরে আসা পথে লাল সূর্য
বিবাগী মনের হিসেব।
রাতের জমানো শোকে
পাশ বালিশের গভীরতায়
অন্তহীন আলাপ চারিতা
থমথমে নিস্তব্ধতায়
ভার্জিন বুকে উপবাসী জ্যোৎস্না।
……………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment