বর্ণালী ভুঁইয়া এর কবিতা
অভিলাষ
ঘুম একটা রোমাঞ্চ ঘোর
লুকোচুরি আর ভেসে যাওয়া কথা
জিরিয়ে নাও স্বপ্নে
যা কিছু এলোমেলো থাক পড়ে
চলো ঘুরে আসি শিলং পাহাড়ে।
মন একটা বসিকরণ তাবিজ
ভুলে যাও সকালের খিদে
উপন্যাস লিখতে হবে না সমুদিকে নিয়ে
একটা বসন্ত জমা হোক কাব্যিক চিলেকোঠায়।
পরের বছর বইমেলায় যাবো।
শরীর সে তো ঊর্ধ্বমুখী আগুন
নিভিয়ে নাও দাউদাউ জ্বলন
ধোঁয়া ওঠা ভাত ঠান্ডা হোক
তুমি ব্রাশ করে এসো।
কাজে বেরোতে হবে হেঁটো পথে।
অরৈখিক আখ্যান
গাছের ভেতর ধীরে ধীরে প্রবেশ করেছে সূর্য
বাড়িয়ে দিচ্ছে সময়ের হাত
আঙুলের ফাঁক দিয়ে রোদ ওঠা দেখি
আগুন হতে হতে বিতশোক মন
ধুয়ে নিচ্ছি পথের বালি কাদা।
কখন দগদগে ক্ষতের ভেতর
আয়ূরেখার হাত ধরে
সংগোপনে ব্রম্ভতালু ছুঁয়ে ফেলেছে ঈশ্বর
সূর্যাস্ত তখন পশ্চিম ঘাটে চিকচিক আলোর মতো ভেসে বেড়াচ্ছে
নীরবতা ঘেমে উঠেছে,শীতের দুপুরে আর একটু কুয়াশা থাক
মাংস পোড়ার গন্ধ,বুদবুদ জলের ফেনা মুছে ফেলে নিকোটিন পুড়তে পুড়তে পিছিয়ে গেল ধোঁয়া....
মৃত্যুর গন্ধে অযাচিত সময় নষ্টের অরৈখিক আখ্যান।
ঈশ্বর অপেক্ষায়
ঘুমের মধ্যে জন্ম হয় বোধ
বোধের মধ্যে বিরতি
ঘুমোতে ঘুমোতে জেগে উঠি রোজ
ঈশ্বর অপেক্ষায় কথা হবে মুখোমুখি।
রাতের শূন্যতায় শান্ত হচ্ছে মন
তোমাকে না জানিয়ে নিজেকে ভেঙেছি অনেকবার
ঈশ্বর জেগে আছে বিছানায়
কুয়াশা সরিয়ে বিছিয়ে দিচ্ছি চাদর
গাঢ় ঘুমে এখনো পাখিদের চোখ বন্ধ
তুমিও শান্ত হয়ে ঘুমাও
ভোরের ঘুম ভেঙে গেলে জমিতে ধান বোনা হবে।
আলোর কাছে
শূন্য পথে ডুবে গেছে চাঁদ
জোৎস্নার খোঁজ রাখা হয়নি এখন
ঘরে ফেরার তাড়া,মাঝপথে বিচ্ছেদ
মুছে নিই স্মৃতির দৈর্ঘ্য
গাছেদের বেড়ে ওঠার মতো পারদ বেড়েই চলেছে শীর্ণ শরীরে
আসলে নরম হতে হতে নদী হয়ে গেছি
তবুও সূর্যোদয় দেখেছি বিছানার ঘর থেকে।
ছায়াপূর্ণ পথে হেঁটে যেতে যেতে ঘাস মাটিদের দেখেছি সতেজ হয়ে উঠতে
সেই থেকে আমি মাটির রাস্তা খুঁজে চলেছি আলোর কাছে পৌঁছব বলে।
আলোর ভ্রমণ
নড়বড়ে কিছু শব্দ হেঁটে গেল রাস্তার ওপর দিয়ে
আলোর ভ্রমণ,হয়তো অন্ধকারে ঘুমিয়ে পড়া
ঘুমের মধ্যে জাগতে জাগতে নিভে যায় চোখের আলো,
কে চায় মৃতদেহে আগুন জ্বলে উঠুক
চিল উড়ে যাক মাথার ওপর
তার'চে মাটির মধ্যে জল ঢালো ,শ্বাস নিতে নিতে বেড়ে উঠুক গাছ,
আমি বরং দেবী হয়ে উঠি
চিলেকোঠার ঘরে সাজানো হোক আলোর সংসার।
রেখে যাবো গাছেদের নামে আলাপন পত্র।
…………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment