Saturday, 18 November 2023

তুষারকান্তি ঘোষ এর গুচ্ছ কবিতা // ই-কোরাস ১৫৫

 



তুষারকান্তি ঘোষ এর গুচ্ছ কবিতা

১.

বৃষ্টিরেণু


তোমার ইচ্ছের কথা বলতে পারো  

খুশির মুহূর্ত খুঁজে পেতে গেলে  এছাড়া পথ নেই 


ঠিক কতদিন রয়েছো আশ্রমপাড়ায়, কতদিন হল রাস্তায় নেমেছো?


মনে আছে, আমার ইচ্ছেগুলো তোমার ইচ্ছে দিয়ে গড়া ছিল একদিন 

তখনো সম্পর্কে জোড়াতালি লাগেনি 


কালো দাগ একবার  মুছে দিলে অতিলৌকিক পুর্নমিলন হয়

আলোর ঢেউ-এ ভেসে আসে জ‍্যোৎস্নার কারুকাজ

মুগ্ধতায় মুগ্ধতায় ঝরে পড়ে  বৃষ্টিরেণু 


২.

উৎকন্ঠা


আর সব সেভাবে হবে না

সময় ছোট হয়ে আসছে 


পথ রহস‍্যময়

কে আর জানে পথের অভিমুখ?


শুকনো পলাশ আগুনের মত জ্বলে 

নিজেকে নিজের জানা বাকি রয়ে গেল!


যতই জঙ্গলের কথা বলিনা কেন

এক বিকেলে বাসনার আলো  তলিয়ে যাবে গাছের আড়ালে 


৩.

মনকেমনের ভালোবাসা 


মাপতে মাপতে ভেঙে যায় ঘুম

কে কাকে ব‍্যবহার করবে বল

সবাই তো ব‍্যবহৃত


একটি মানুষের ভিতরে অনেক মানুষ 

 অনেক পুরুষ ও নারী

কেউ যদি ধরা দেয় সঙ্গে থাকবে নদী


সব প্রেমই গোপন ও গহীন

মনকেমনের ভালোবাসায়  একটি কিশোর থাকে 

অবেলায়   আলো থাকে প্রদীপের স্নিগ্ধতা নিয়ে। 


৪.

কুমারসম্ভব


নীরবতা তোমার কথা বলে


তুমি কি ছিলে কখনো অথবা আমি ছেলেবেলা পেরিয়ে এসে তোমাকে খুঁজে নিয়েছিলাম সেই দুপুরে?


নীরবতা অনেক কিছু বলে 

তুমি কোথায়? কোচিং ক্লাশে, গানের স্কুলে?


দু'দন্ড বসব বলে এসেছিলাম চিলেকোঠার ঘরে 


কথা ও কাহিনী শেষে ময়ূরপক্ষী মেঘ উড়ে উড়ে যায়

ঘনিষ্ঠ দুপুর শেষ হয়ে এলে তুমি বড় বড় চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলো, এবার কি কুমারসম্ভব লেখা হবে?


৫.

সম্পর্ক


কিছু কিছু সম্পর্কের কোন নাম থাকে না


সন্দেহের নাগপাশে যাদের মন আবদ্ধ তারা এসব বুঝতে পারে না 


প্রেম মানে ক্ষুধার্ত তৃষ্ণার্তের আশ্রয় নয় 

দালালদের বিরুদ্ধে যুদ্ধ 

সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো 


বন্ধুত্ব? একটি আলগা কথা 

প্রেম হয়ে গেলে কোন সম্পর্ক বন্ধুত্বে নামতে পারে না


মিথ‍্যা মিথ‍্যা গায়ে জড়াচ্ছো ওড়না 

তোমার পাড়া জলে ভিজে আছে, তোমার শরীরে কাঁপন!

                    ………………….. 


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...