Sunday, 12 November 2023

তুষারকান্তি ঘোষ এর গুচ্ছ কবিতা // ই-কোরাস ১৫৪

 


তুষারকান্তি ঘোষ এর গুচ্ছ কবিতা

১.

আমি যেমন, খেলা তেমন


তুমিও জানো না কেন একদিন শূন‍্যতার অন্ধকার মেখে গাছ হয়ে গেলাম

আকাশের গোপন রাস্তা জেনে ছুঁয়ে এলাম কেটে-যাওয়া ঘুড়ির সুতো


একদিন একটুকরো ভালোবাসা ঝর্ণা থেকে নদী হয়েছিল-------


তুমি জানো না কখন কি হব, কার কাছে ধরা পড়ব

কে আবার  ধরা দেবে বলেও দেবে না ধরা

আয়ুষ্কাল পুড়বে জেনেও, ঢেউ ভাঙবে জেনেও আকর্ষন বিকর্ষনের মাঝে শূন‍্য থেকে শুরু করি বারবার


তুমি জানো না সব খেলাই ঘুর্নাবর্ত, নিজেকে পুড়িয়ে সত‍্যিকারের নিজেকে জানা 

এইসব মিছিমিছি খেলা আসলে তোমার হাত ধরে অনন্ত পথের পথিক হবার উদগ্র  বাসনা!


২.

বিনিময়


(পরাণ আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা)


আগুনের ঢেউ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে আছি 


এতদিন বুদ ছিলাম জ‍্যোৎস্না-ঘুমে

সামাজিকতাও সেভাবে শিখিনি

কিভাবে আপ‍্যায়ন করি তোমাকে?


নদীজল দিয়ে মুছেছো বিষণ্ণ কাজলের দাগ


এরকম দুঃখ যন্ত্রনা সকলেরই আছে


আগুন ছড়িয়ে যাচ্ছে প্রানে, মনে, চারিদিকে

আজ বেহিসেবি স্বপ্ন সব হারিয়ে যাক বিনিময়-সুখে


৩.

জল থইথই দিন


আজকাল বাতাস এতই গরম যে জীবন-নাটকে মানুষ বাষ্প হয়ে ভেসে যায় 


আমরা সবাই জটিল প্রশ্নের কাছে জবাববিহীন


তুমি কতটা যন্ত্রনাগ্রস্থ, কেন তোমার শুশ্রুষার কেউ নেই, কেন তাচ্ছিল্যের মত পরিধির বাইরে রাত কাটাও

তারও কোন মীমাংসা হয়নি 


শেষ সত‍্য জানতে একটি জল-থইথই দিন চাই

শরীর ভিজলে তবেই শুরু হবে মনের কাঁপন


আসলে মেঘ দেখলেই ভালোবাসা  মালা পরে, গায়ে মাখে হলুদ -চন্দন!


৪.

বনবাংলোয়


কখনো কখনো অনামী বিকেলে বনবাংলোয় উড়ে আসে পাতা ও পালক


রূপকথামন যে হাসির প্রতীক্ষায় ছিল সে হাসি

 ভরিয়ে দেয় আকাশ বাতাস, বেজে ওঠে সপ্তসুর


নীল-নির্জন-নিঃশ্বাস চুম্বকের মত টানে 

প্রজাপতি-রাতে ঘাসের ভিতর থেকে মুখ তোলে অজস্র গোলাপ


প্রতিটি মুহূর্ত সাহস যোগায়


ভেতরে যখন বৃষ্টির ধারাপাত, পরকীয়া হোক বা না হোক

পটভূমি আনমনা সুগন্ধে একটি ভালোবাসার ছবি আঁকে 


৫.

এক কবির কথা


জমানো অপমান আগুনে পুড়িয়েছি

দুঃখ খেয়েছে পরমায়ূ


তবু

নিষ্পত্র বৃক্ষেরও প্রতিবাদী স্বর থাকে


দান গ্রহন করতে পারিনি

 দাতার অহংকার আমাকে আহত করেছিল


রক্ত -নিংড়ে- লেখা সব কবিতাই মন্ত্রের মত


কেউ জানতো না সূর্য চন্দ্র গ্রহ নক্ষথ্র পেরিয়ে 

নীহারিকা ও ছায়াপথে আমার ছিল অনায়াস যাতায়াত 

                ……………….. 


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪


No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...