তুষারকান্তি ঘোষ এর গুচ্ছ কবিতা
১.
সময় ফুরিয়ে গেলে
সময় ফুরিয়ে গেলে সময় ফিরে আসে না আর
একদিন বাড়িটির চারদিক ঘিরেছিল হুলুদফুল আর সাদা কাশ
নিঝুমআলোয় বাড়ির ভিতরে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যেত
রাজহাঁস ডাকত পাশের পুকুরে
একদিন জ্যোৎস্নারাতে বাড়িটির ছাদে তোমার শেষ খড়কুটোও সরিয়ে দিয়েছিল প্রেম
ডুবে মরব বলেই রোজ দুপুরে তোমার কাছে আসতাম নদী পেরিয়ে
সময় ফুরিয়ে গেলে সময় ফিরে আসে না আর
সব কথা ও ছবি স্বপ্নে হাঁটে, মাঝদুপুরে ব্যাথায় বুক ছুঁয়ে থাকে সাদা কাঞ্চনফুল
জমাট অন্ধকারে শূণ্য আকাশের নীচে হাহাকার ঘূর্ণিপাক খায়
সময় ফুরিয়ে গেলে সময় ফিরে আসে না আর
২.
বেনুদিকে
সবাই বলে তুমি নাকি ভুট্টাদানা ছড়িয়ে রাখো ছাদে পাখি ধরবে বলে
পাখিরা আসে, তারা উপবাসী
তুমি একটি একটি পাখি ধরো, হাতের উপর বসাও, বুক ভরে গন্ধ নাও, তারপর ছেড়ে দাও উদাত্ত আকাশে
বেণুদি খিদে পেয়েছে খুব
তোমার খেলার সংসারে কিছু ভুট্টাদানা রেখে দাও আমার জন্য
তুমি তো জানো তোমার জন্যই পাখি হয়ে এতটা পথ উড়ে এসেছি
৩.
স্বপ্ন
আসলে কিছুই হয়নি এতদিন
যে স্বপ্ন দ্যাখে তাকে আমি ঈর্ষা করি
কিছুদিন আগে চাঁদের উপর যে নামলো তার কোন প্রেম নেই, নেই কোন সহাস্য প্রেমিকা
অতিলৌকিক চাঁদের আলোয় আমি কোনদিন ঘরসংসার করতে চাইনি
৪.
তলিয়ে যাবার আগে
কি করে প্রচারবিমূখ থাকি বলো!
রাতে চন্দ্র চুরি করি
চুরি করি গুগুল থেকে ছবি
ভেবে অস্থির হই আমার কোন বিক্রয়মূল্য নেই বলে
আমার হলুদরঙের বাড়িটি সবার সামনে তুলে ধরেছে আমার ক্লেদ, আমার অপবিত্রতা
আজ আমি স্বপ্নেও অনাত্মীয়
আজকাল কোন মেঘ নীচু হয়ে এসে আমাকে আড়াল করে না
দুঃখ এই, যারা ভালোবাসার কথা বলত এতদিন
পাতালে তলিয়ে যাবার আগে নতমুখ আমাকে বাঁচাতে তাদের কেউ একবারের জন্যও হাত বাড়াল না!
৫.
ফিনিক্স পাখি
দেহাতি চাঁদ যখন দেখা দেয় অরণ্যের মাথায়
আমার ভালোবাসার গভীরতা মায়াঘাস হয়ে জেগে থাকে
বেড়ি পরালে আমি নদী জলশূণ্য করে দেব
সহজিয়া আঁধার পেরিয়ে আসবে আলো ও হাওয়া
সবকিছুর রূপ বদলে যাবে
অভিমানে নতমুখ থাকব না , ফিনিষ্ক-পাখির মত পুড়ে গিয়েও ফিরে আসব আবার
সাজানো কালবেলা পেরিয়ে সমস্ত নাশকতা সামলে এবারের রতিক্রিয়া হবে আকাশের নীচে বাধা বন্ধন হীন
দহন যতই হোক এভাবেই ফিনিষ্কপাখি তার প্রেম ফিরে পাবে গভীর গভীরতায়
……………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment