তুষারকান্তি ঘোষ এর গুচ্ছ কবিতা
১.
নির্মোহ
(সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা ---- রবীন্দ্রনাথ )
নিষ্ক্রিয় নয়, চিরদিন নির্মোহ হতে চেয়েছি
পারি নি
সব শুভেচ্ছা -মুহূর্ত মেঘ এসে ঢেকে দিয়ে গেছে
তুমি যখন রোদ্দুর মাখছো শরীরে আমি তখন অন্ধকারে একা বসে থাকি
কোন সম্পর্কই পরিপূর্ণ মিলে যেতে পারে না
প্রত্যেকের একটি নিজস্বতা থাকে
গভীররাতে সব শষ্যাই ভীষণ একাকী
কবি, তবে ঠিক প্রতিবাদী নই, নই পুরো প্রকৃতির
নিভে-যাওয়া -আগুন যতটুকু উত্তাপময় ততটুকু প্রেমিক আমি
সারাদিন সারারাত ধরে ফুলের ফোটা আর ঝরে যাওয়া দেখি
ইচ্ছাগুলি সোনার হরিণ
এ জীবনে আমার নির্মোহ হওয়া হল না আর!
২.
মুগ্ধতা
(ও যে মানে না মানা)
একটি ফুলে ভরা কামিনীগাছ রোদে ঝলমল করছে পাহাড়-কিনারে
তোমার পায়ের কাছ থেকে ঝরনা বের হলে তুমি কি নদী হয়ে যাবে?
অন্যমনস্ক বাতাস তোমাকে আলতো ছুঁয়ে যায় আমার মতো
শ্বাসাঘাত তীব্র হলে তুমি তোমার গতি বাড়িয়ে দাও
তোমার জন্য মুগ্ধতা এখনো অটুট
৩.
স্বপ্নের ফেরিওয়ালা
(স্বপন-পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি/ কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি।)
যা বলব তাই হবে
একদিন
আদিম-আলোয় ভরে যাবে অন্তর
পথে পথে পড়ে থাকবে পাথেয়
সব তুচ্ছতা সরিয়ে জীবন হবে বর্ণময়
দু'এক চামচ সভ্যতার চায়ে চুমুক দিয়ে আর আত্মপ্রতারক হব না
আগুন জ্বলে ছাই হলে এক শান্তিপ্রহরে একান্তে পড়ব বেদ ও উপনিষদ
মোহন-মূর্ছনায় সেতার বাজলে তারারা আকাশ থেকে নেমে এসে খুঁজে দেবে তোমায়
অশোকরেনু উড়ে উড়ে পড়বে তোমার গালে
ভালোবাসা একদিন শর্তহীন হবে
সব অপূর্ণনতা পূর্ণ হবে
সম্পন্নতা শেষ হবে ইচ্ছাপত্রে
শব্দ মিশে যাবে সত্ত্বায়
প্রেম ও প্রার্থনা একাকার হলে মহার্ঘ জীবন একদিন জাহাজের মত ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাবে দেশ থেকে দেশান্তরে
৪.
নিরাপত্তাহীনতা
কবুতর ভুলে গেছে উড়ান-স্বভাব
আজ তার খাঁচা চাই, নিশ্চিন্ত আশ্রয়
অশ্রুনদীর পলি যে দ্বীপের জন্ম দেয় তা অবাসযোগ্য
তেলচিটে হৃদয় বিড়ম্বনা, যে থাকবে তাকেই ঘর তৈরি করতে হয়
আকর্ষন বিকর্ষন তীব্র না হলে সব দাগ সমান্তরাল চলে
কোন নিরাপদ আশ্রয় নেই যা দিতে পারে অমৃত-প্রশান্তি
ভালোবাসা মহাশূণ্যে ভাসমান কণা
সহবাস ও প্রনয়ের সনাতন অভ্যাসে
এক মেঘভাঙা রোদ্দুর-সংলাপ
নিরাপত্তাহীনতা অনেক প্রশ্ন ও সংশয়
নির্জন-নিশীথ-কান্না, তানপুরার বিষন্ন আলাপ
৫.
একটি অসম প্রেম
আগুন ছুঁয়েছে যাকে সে জানে না পালাবার পথ
অরণ্য দাউ দাউ জ্বলে
স্বর্গের চেয়েও বেশি তার প্রতি আমার আকাঙ্ক্ষা
প্রেমিকের ভান করি নি কখনো
কোন কিছু লঘু নয় আমার কাছে
স্পর্শ না করেও যা পেয়েছি তা আমার ভাগ্যলিপি
তুমি তো তরুণদের, তবু কেন এই প্রৌঢ়ের কাছে এলে?
তোমার গলার গান পাখিদের গানের চেয়েও ভালো
তোমার কি অন্য কোন উপায় ছিল না?
তোমার জন্য প্রেমে স্থির
তুমি কি জানতে এক অশ্বারূঢ় প্রৌঢ় একদিন
তোমাকে মরুভূমি পার করে নিয়ে যাবে পাহাড় -চূড়ায়!
………………..
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment