অনিন্দিতা বসু সান্যাল এর কবিতা
১.
শিলাই পাড়ের সেই মেয়েটি
শালবনী গড়বেতার পথের গভীরে
পার হয়ে শহরের ভিড়, প্রাসাদ, মিছিল
মাঘী পূর্ণিমায় গাড়ির জানালা দিয়ে
দেখেছিলাম আনত সেই মুখ,
ঘোমটায় ঢাকা তন্বী-তনু অনাবিল
শিলাই নদীর নিচু পাড়ে, অস্থায়ী সেতুর কিনারে
দাঁড়িয়ে আছে চিত্রবৎ
এই বয়সে অমন শুভ্রবেশ
ও কি পথ হারিয়েছে, গ্রামের বিধবা কোনও,
অপেক্ষায় আছে কারও, অনাথবৎ?
জঙ্গল পেরিয়ে যাই, গঞ্জ থেকে শহরেই ফিরি
কলাকৈবল্যে ভেসে দেখি যামিনী রায়ের পট,
বিকাশবাবুর আঁকা দৃপ্ত মুখের মহিমা
তবু মনে গেঁথে থাকে ওই গ্রীবাদেশ, ক্ষীণ কটি,
দাঁড়ানোর ঋজু ভঙ্গিমা, যদিও যাবে না জানা
সেই রাতে শিলাইয়ের ওই ব্রিজ, সে
একা পেরিয়েছিল কিনা
২.
সেদিনের জলসায়
শীতের সকালে
মেঘ আর ঝুরো বৃষ্টিতে
কুয়াশার লেগে রং
হুগলির গ্রামীন রিসর্টটিতে
নেমে এল কালিম্পং, একটু পরেই
শুরু হবে গানের আসর, খোলা মঞ্চ
আয়োজকরা সাবধানে বিছিয়েছে শতরঞ্চ
অতিথি সমাগত, ছড়িয়ে ছিটিয়ে সমঝদার
খানিকটা দূরে শুকনো ডালে আগুন জ্বেলে
বসে আছে জবুথবু মালিদের পরিবার
অবশেষে শুরু হল গিটার বাজিয়ে গান
গরিব মানুষের দুঃখ, প্রতি বাক্যে ছুরিকার শান
মগ্ন শ্রোতারা নির্বাক, উদ্বেলিত মন
শুধু দূরে বসা গরিব মানুষেরা বুঝতে পারছিল
গানের কথাগুলি দুঃখী মানুষের
গায়ক যদিও দুঃখী নন
৩.
দৃশ্য
ছাদে উঠলে দেখতে পাই চাঁদ, সূর্য, মেঘ, তারা, ব্রহ্মাণ্ড
মাটিতে পা রাখলে ফিরিওয়ালা, হকার, জোচ্চর, পথচারী, নপুংশক
অসম্ভব দুটি বিপরীত দৃশ্য-কিন্তু পাশাপাশি বহমান
দৃশ্যের দোটানায় কালি কলম ল্যাপটপ মাউজ
জীবনীসূত্রে চতুর্ভাবনার সুলক্ষণ, সুসময়
এই দুয়ের ব্যাবধানে বিমূর্ত প্রতীক চিহ্নে তুমি দাঁড়িয়ে একা
একটা সাদাকালোর সহাবস্থান
বিস্মিত বিয়োগ চিহ্নের মতন রূপান্তর…
…………………….
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment