Saturday, 14 October 2023

দেবী পক্ষের কবিতা- তৃষ্ণা বসাক // ই-কোরাস ১৫০

 



কামরাঙা রঙের ছায়া ও ইচ্ছে ফুল

তৃষ্ণা বসাক


মেঘের কামরাঙ্গা রঙের ছায়া,

ঘর তার তলায় পড়ে আছে,

বিছানার চাদর পাততে গিয়ে

ছায়াদের ঝাঁটিয়ে ফেলি,

তবু যখন বেরোই, ঘরটা আবার ছায়ার কবলেই চলে যায়।


ছায়াটা আমি দেখতে পাই,

শ্যাওলার মতো ঘন আর পুরনো,

কোনদিন খেয়াল করিনি,

কিন্তু ও ছিল, কখনো ওর নিচ দিয়ে

কখনো ওর ওপর দিয়ে যাতায়াত করেছি,

যেন একটা ছায়া গোলক,

যার পেটের মধ্যে বসে আমি

একটা জাদু বৃক্ষ খুঁজে যাচ্ছি…


আমরা অনেকেই একটা গ্রহে পৌছব বলে

অনেক দিন বাড়ি থেকে বেরিয়েছি,

ক্রমে আমরা একটা অভিকর্ষহীন জায়গায়

যেখানে আমি, আমার পুরনো শরীর আর একটি জ্বলন্ত মোমবাতি

শূন্যে ভেসে থাকে,

আর গ্রহটি ক্রমশ আমাকে সম্মোহিত করে 

নতুন ইচ্ছাফুল ফোটায়!

..............................


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...