কয়েকটি নিজস্ব বর্ষা
দেবশ্রী দে
এক-পা এক-পা করে নেমে আসছে কবিতা। ব্যক্তিগত ডায়েরি জুড়ে লাশ পুড়ছে সময়ের। প্রদীপটা নিবিয়ে দে— ডানা ঝাপটাচ্ছে হাড়-পাঁজরা। বৃষ্টি আনতে বেরিয়ে গিয়েছিল যারা, ঊরুর ভাঁজে নদী নিয়ে ফিরে এসেছে। তবুও ঘুঙুর, চেপে চেপে বেজে উঠছে কে, ইশারায় ছাতি-পোষার কৌশলে। দক্ষিণের সমান্তরাল মেঘটিকে বেণী বেঁধে দেওয়ার আবদার করে ঘুমিয়ে পড়েছে লুম্বিনির অশান্ত মেয়েটি। তাকে সান্ত্বনা মাখাচ্ছে মায়ের সুরভিত লিপস্টিক কোম্পানির জেনারেল ম্যানেজার। বুকে হাত রেখে গিয়েছে ডেলা পাকানো আলুকাবলি। কত আরাম! কত আলাদা-দুপুর ঘুরে বেড়াচ্ছে স্বপ্নে। আচারের শিশি খুলে কয়েকটা তেঁতুল তুলে নিল যে ছেলেবেলা, তাকে কানমোলা শোনাতে শোনাতে একটি গাছে সবুজের নড়েচড়ে ওঠা। বর্ষা নিয়ে খোশগল্প ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। একটি শালিক-চুম্বন সেরে ঘরে ফিরে আসছে জলের নবাব। তাকে ছুঁয়ে উতলা হয়ে উঠছে ঝাউবন। সমুদ্র থেকে পাহাড়ে গুড়গুড় করে উঠে যাচ্ছে মৌসুমি মেঘ। তার বুক থেকে খসে খসে শাড়ির চকরাবকরা। দেখে মুখ লুকালো কারা যেন! একটি ইউক্যালিপটাস ও শঙ্খচূড়ের মনসুন-ওয়েডিং। তোমাকে লেখা চিঠির গায়ে যৌবন যেন সেফটিপিন জং। তুমি কি ডেসডিমোনা, নাকি ডলিবৌদি পাশের বাড়ির ছাদ। বর্ষার মতো এপাশ-ওপাশ ডেসটিনি-ওলটানো ঝাপট। স্তবকগুলো ভাগ করে দিচ্ছি আষাঢ়ে-শ্রাবণে। পড়ে নাও নিজের ছন্দে। এই ব্যবচ্ছেদের ব্যাকগ্রাউন্ড নীল, মিউজিক 'মন মোর মেঘেরও সঙ্গী'।
………………….
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment