মানবেন্দ্র পাত্র এর কবিতা
১.অবন্তী
এই জন্মেরও জন্মকালীন নাম ছিল
ছিল স্বপ্নে পাওয়া অজস্র নীলিম।
অসিনদী তীরবর্তী তুমি ও আমি
কতকাল হেঁটে হেঁটে গেছি অভিমুখী
প্রাচিন নগরে
এমন সন্ধ্যা আর কোথাও নামে না।
এই পৃথিবীর সব নীল ফুলে
ঘোর লাগা আছে—
একান্তে খুঁজে পাওয়া স্বাতী'র নীলাভ আলো
দেখে মনে হয়
বহু দিন থেকে আমি ফিরে গেছি রূপকল্পতায়।
নীলঢেউ কখনও কখনও বুঝি
জন্মনক্ষত্রের কাছে চলে যায়!
২.
প্রেমিকা
থের গাথা শুনে জ্বলে ওঠে চাঁদ
জোৎস্নায় পুড়ে কার মুখাবয়ব?
কেউ কেউ বুঝি এখনও বধির
শুয়ে আছে কোন্ মহাবিরহে।
তখনও নিঝুম নদীর মতোই
একটি গহিন বুকের ভেতর
অচিন আলাপ গাঢ় হয়ে এলে
চাঁদ ডুবে যায় প্রাচিন নগরে…
মন্ত্রপূত এই প্রদীপের শিখা
জ্বেলে দিও তুমি আম্রপালি
থের গাথা শুনে জ্বলে যাক চাঁদ
কুশিনগরের সমস্ত আশিক
তবু তুমি কেন? গান গাও মিথ
আমার আন্তরিক মহাপ্লাবনের…
৩.
বিবাহ
প্রদীপের শিখা হাতে চিরন্তন ছুঁয়ে আছ তুমি
অন্য দিগন্তের কাছে এসে পুড়ে যাচ্ছে অজস্র শরীর —
কামনায় যেন প্রপাত নামছে
অথচ
ছলকে ওঠা সমস্ত আস্বাদ থেকে
ফিরে যাচ্ছ জল
ঘাটের কাছে আমিও সামান্য কিছু নিয়ে
উপাচারে খুলে দিয়েছি দশ দিক।
অমোঘ টান ও অশ্লেষার পরবর্তী
যা কিছু প্রসবকাল
তোমারই থাক।
এই মহাশূন্যে পরিভ্রমণ করতে করতে
কেউ একজন এসে বসে আছে
আমারই শরীরে
চেয়ে নিচ্ছে আদ্র অসুখ
জন্ম হচ্ছে
ঐ দূরান্তে হেঁটে যাচ্ছে বধূচরণ।
৪.
একটি বিরহ ও তার নিবিড় অনুবাদ
ক.
শরীর পরবর্তী এইসব ফসলের মাঠে
আমি যাই নি কখনোই।
হরিতকি বনে এখন বর্ষা নামবে বলে
অস্থির হয়ে উঠছে ঋতূমতী নারীরা।
খ.
অংশত সেও
এখনও অনেক-অনেক কাল আগে
একটি আবেশ নিয়ে ফিরে আসবে বলে
কথা দিয়েছিল।
গ.
অবলোকনের ঠোঁটে কার অনুবাদ
এসে বসেছ?
হে প্রিয়, হে অনুকবিতা!
ঘ.
দিনান্তে খুলেছি পোষাক
খেয়েছি শীতল জলের মতো অনুরূপা মেঘ।
মহাপৃথিবীর যা কিছু আয়ু
সবই যেন আমারই শরীর থেকে ছেঁচে নেওয়া
জল।
ঙ.
ও আয়ু, ও পরমসংগীত
পরিপূর্ণ আকাশের তলে
এসে বসো।
এসে বসো অগাধ শূন্যতার নীচে।
চ.
যে এখন রেখায় আঁকা
মিশেছে শিরায়
সেও যেন প্রিয় হয়ে উঠেছে
নয়নতারায় তার বিকশিত সমস্ত অঙ্গশোভা
দেখি-----
প্রতিটি জননকালে মাতৃ'রূপ তার
আদি ও অনন্তকাল নাড়ি হয়ে গেছে।
ছ.
আমি কি কখনো ঐ মেঘা নামের মেয়েটিকে
গোপন আকাশ খুলে দেখাতে পারব?
মৃত্যু! আমার জন্মান্তর…
জ.
তুমি চেয়ে দেখ
প্রিয় অনুভব
অন্তঃস্বরীয় কোনো বেদনা
কদমের শাখা-প্রশাখায় ঝুলে আছে…
—--------------------------
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
অনেক, অনেক ধন্যবাদ জানবেন দাদা।
ReplyDeleteভালোবাসা জানবেন।
❤️🌻