সুবীর সরকার এর কবিতা
১.
বাদ্যবাজনা
ভালোবাসি টেস্ট ম্যাচ, বিলাতি কুকুরের গায়ের লোম
আঘাত ও অপমানের মাঝখানে লিখে রাখি অবসর
ডুয়ার্সের বৃষ্টি।
সূর্যাস্তের রং মাখা টিলা।
বনভ্রমণ আর আদিবাসী পাড়া পেরিয়ে সাত মাইল
লম্বা একটা জঙ্গলের খুব ভেতরে ঢুকে পড়তে হয়।
আমি অবসাদ থেকে ফিরে আসি।
আমি কান্না থেকে আলোয় আসি।
সেতুর ওপর বাদ্য বাজে,বাজনা বাজে
২.
গল্প
বুকের ভেতরে যে নদী তাকে অনায়াসে ডায়না নামে
ডাকি
জঙ্গলে কতবার রাস্তা হারিয়ে ফেলেছি।
নুড়িপাথরের পাশে রেখে এসেছি বেলুন।
হারিয়ে যাওয়া নারীর গল্পে একটু চোখের জল
মেশালে সহজে একটা দীর্ঘ কবিতার জন্ম হতে
পারে
ধুপগুড়ি নয়। রাস্তা পৌঁছে দেয় বৈকুণ্ঠপুরে।
৩.
রেডিও
ভাঙা কিংবা ভরা হাট
ভিখিরিরা গান গাইছে
আমি জোত হারানো জোতদারকে দেখি রেডিওতে
গান শুনছেন
জল শুকিয়ে যাওয়া এক নদী
হ্যাঙারে নৌকো ঝোলানো
ঘুম আর জাগরণের পাশে পা দোলাচ্ছে
মৃত্যু
…………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment