Thursday, 20 July 2023

বৃষ্টি কথা - খুকু ভূঞ্যা // ই - কোরাস ৩

 



শ্রাবণের নীরব কাঁপনগুলি

খুকু ভূঞ্যা

বৃক্ষ হত্যার আওয়াজ। যে গাছটি কাল আমার দিকে তাকিয়ে বলেছিল ছায়া নিবি,না বসন্ত? তার দিকে হৃদয় বাড়িয়ে বলেছিলাম, শিকড় দাও আর সহিষ্ণুতা। তখন গাছটির পাতায় পাতায় রন্ধে রন্ধ্রে উপচে পড়া খুশি। আর শিকড়ে আকুতি, বাঁচতে দিবি তো?


 এই সমাজে একটি বৃক্ষের জন্য নালিশ। যদি কালবৈশাখীতে আমার ঘরের চালা ভাঙে আমি প্রধানের কাছে যাব। পঞ্চায়েতে যাব। ছেড়ে কথা বলব না হ্যাঁ। 

গাছটির চোখ জলে ভরে যায়।আমার হাতে অস্ত্র নেই।গায়ে কটু গন্ধ নেই। মনে শয়তানি নেই। তবু এরা ভয় পায় দেখে আমার হাসি পায়।হো হো হো। কত বসন্ত নিলে? কত ছায়া? কত ভাত ফুটিয়েছো হে? আমাকে পড়শী ভাবতে পারলে না!!


 বৃক্ষ হত্যা মানুষ হত্যার সঙ্গে সঙ্গে এতো শোষণ দুর্নীতি অরাজকতায় ভরে গেছে চারপাশ, চাইলেই কি বৃষ্টির কাছে যাওয়া যায়? বৃষ্টি চাষ করব কী করে? মন যে বালিয়াড়ি। তবুও যখন সেরে ওঠার কথা আমাকেই লিখতে হবে- তবে মেঘের বাড়ি যাওয়া যাক।


 আষাঢ় প্রায় শেষের পথে। প্রভু জগন্নাথের রথের দাগ লেগে আছে রথসুড়ায় যদিও, ধুলো উড়ছে। কেউ কেউ বলছে খরার পূর্বাভাস। কেউ বলছে আছে তো এখনো ভরা শ্রাবণ মাস।

 মাঠে জল নেই। পুকুর ডোবার তলানিতে হাঁটু কাদা জল।তার ভেতরেই গড়াই কই শোল চ্যাং ভুটুর ঘুটুর করছে শ্বাসকষ্টে। বুঝি বলছে এসো শ্রাবণ। স্নান দাও।


  সাঁইত্রিশটা হেমন্ত পেরিয়ে বুকের ভেতর এতো কান্না কখনো অনুভব করিনি। এতো হতাশ হাহাকার দুঃস্বপ্নে বিভোর। অথচ বিশ্বাস করো, আমি একটিও বসন্ত নিজের জন্য চাইনি।  একটিও বর্ষা শরৎ। তুমি সুস্থ থাকলে আমায় দরজায় টোকা মেরে খবর নিতে হবে না, সেরে উঠলে? ভালো আছো তো?


শীতঘুমে চলে গিয়ে আলোর স্বপ্ন দেখব শুধু। ভালোর স্বপ্ন।ভালোবাসার স্বপ্ন। তোমার বুকে ক্ষত থাকলে আমার যে বুকের ব্যথা বেড়ে যায় সে কথা কি বোঝো না হে সমাজ? তোমাকে আমি নতুন বউয়ের মত দেখতে চাই। হে আমার দেশ।


 মেঘ করেছে বেশ। গুমোটের ভেতর মাঝে মধ্যে মৃদুমন্দ বাতাস বইছে। মাটি মা আঁচল বিছিয়ে প্রত্যাশায়--- কালো হচ্ছে সাগর কোণ।তুমি নেমে এসো মন্দাকিনী ধারায়। অসুখ সময়ের নাভি থেকে হত্যাচিহ্ন গুলো ধুয়ে দাও।


 এসো শ্রাবণের ধারায় ধারায় মিলন ব্যাকুল নদীর মতো–

            ……………………. 


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - ভগীরথ সর্দার

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...