মানসী সাহু র কবিতা
১.
মা-গন্ধ
তোমার সাম্রাজ্য বহু দূরতর গ্রাম
একপাতা চাঁদ নেমে আসে প্রতি রাতে
আমাকে ফিরিয়ে নেয় শ্রাবণের ধারা
খরস্রোতা নদী চোরা স্রোতের সম্মুখে।
সেখানে অয়ন বাঁচে ধানফুল ঘ্রাণ
ডাহুক দুপুর ডানা স্বপ্ন অবিরল
বিন্যস্ত বিকেল এসে পড়ে আলোয়ান
দোহারা ললিত দেহ ফুলের সোপান।
কেবল জ্যোৎস্না টুকু অনন্ত পাওয়া
আকাশের হাতে হাত ঠোঁট রামধনু
একান্ত আগলে রাখি ঘুমহীন ভোর
ফিরে পাই মা'র গন্ধ তোমার শরীর।
২.
সাত তারা উঠোন
ধরেছো অশক্ত আঙুল
কন্যাকুমারী সন্তাপ
অপ্রাপ্ত অসীমে
আক্ষেপ আকাশ
ঘুটঘুটে আঁধার।
দু'হাতে মুছবে কত?
ক'দিন রাখবে ধরে
হলুদ অঙ্গীকার?
এখনো একটি উঠোন আছে
স্পর্শহীন-সাত তারা
পরের স্টেশনের নাম হতে পারে
সুখ সন্ধি
একটু এগোলেই
সুদীর্ঘ অবকাশ
কুহক কুজ্ঝটি
তবু পেরোতে চাই
অজানা পথ।
৩.
তখনও বৃষ্টিকাল
অন্তর অনুচক্রিকায় এখনও
মন খারাপের অবশিষ্ট ভগ্নাংশ
শীতার্ত বাতাসে ভেসে আসা
তীব্র স্ফটিক
পাঁজরের অবাধ্য স্বচ্ছতায়,
নৈশব্দ নীড়ে উৎসুক
ডানা ঝাপটানো অলক্ষ্য দুপুর
তখনও বৃষ্টিকাল
ঘন মেঘ জল ছল্ ছল্
নিরুচ্চার দু'টি হৃদয় সন্তাপ।
৪.
মহুয়া ফুল
তবুও আয়নার গায়ে
গলে যায় পুরানো সফর।
দূরত্ব বাড়ুক-
ওই মহুয়া নাকছাবি দেখা যায়
জ্যোৎস্না ঝংকারে মিলিয়ে যায় শিশির
ডাঙায় উঠে স্নিগ্ধ সাঁতার।
জানালার ঘামে
শালুক পাতার ঘ্রান
মস্ত নদীর পাড় দূরত্ব মাপক।
৫.
সিন্ধুর মেয়ে
অবসন্ন পাঁজরে কৃষ্ণচূড়া ঠোঁট
অন্ধকার জ্বেলে
অক্ষর স্নানে আমার
বসন্ত ইাস্তাহার।
তবু ধানসিঁড়ি মেঘ
বক্ষ সংবাদ বাহক
জলপানা পিনাক প্রকোষ্ঠ
একতারা তার।
হরিদ্রাভ বাদল দেশ
বৈশাখী কন্ঠস্বর
সঙ্গমরত পাখি- কেবল নদী প্রবন।
……………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - 9434453614
No comments:
Post a Comment