Sunday, 11 June 2023

মানসী সাহু র কবিতা // ই-কোরাস ১৩২

 



মানসী সাহু র কবিতা


১.

অরণ্য সংগ্রাম

  

    ঘাস শরীর ছু্ঁয়ে রাস্তা

    সূর্যাস্ত পেরিয়ে আবেশ গন্ধ গ্রাম

    স্বপ্ন অরণ্যে গোপন সিঙ্গার

    যৌথ জন্মান্তর।


    ভ্রমন শেষে পরিযায়ী চোখ

    কাঁচ পোকার জীবন সংগ্রাম

    জলের শ্বাসকষ্ট থেমে গেলে

    দাউ দাউ আগুন উৎসব।


 ২.

 ঋতু সংকেত


     সমুদ্র অনুভব পেরিয়ে আগুন উল্লাস

     নদীর শরীর পেঁজা পৌষালি ওম্

     ভেজা গন্ধ চুল 

      উষ্ণ ঠোঁটে বাসা প্রস্তর যুগ।


      তেমন আষাঢ় এলে-

      ছল্ ছল্ কবিতা এজলাস

      রহস্য আলোয় কুয়াশা বাড়ি

      ছোঁয়াচে বসন্ত ক্ষেত

       মন রং খুনসুটি সংকেত।


 ৩. 

বিদিশা

     

          শূন্যতা পিছলে

         শুরু হয় মনখারাপ

        প্রত্যাশা উত্তুঙ্গ মিলন

         অন্তহীন দ্রোহে

      বাঁশি ছেড়ে আঁকড়ে নাও

            আপাত সন্ন্যাস।


           কেন এ সংশয়!

       সাজানো ঔষধি অনায়াস

           তুলে এনে নির্ভয়

    দিতে পারো প্রদোষ প্রলেপ।

   

        দেখ,

       বৈভব তরঙ্গে অনন্য প্রনয়

             বসন্ত কিংশুক

          পূর্ন প্রস্ফুট তোমার 

            একান্ত বিদিশায়।


৪. 

নক্ষত্র বিহার


         রক্তাভ বনসিঁথি

         আসন্ন অস্তাচল

         নবীন পূর্ণিমা চাঁদে

         আড়ষ্ট হৃদয়


         ক্রমান্বয় নক্ষত্র বিহার

         ছায়াপথ পথে আমার

         অভুক্ত অষ্টাদশী

           নিজস্ব নির্জন।

       


৫. 

অন্তরা


        অন্তর জলে বন্দনা করি

             লোহিত অন্তরা

        শ্যাওলা একান্ত শরীর

            প্রবাল উদগ্রীব স্রোত

         ঝরাপাতা চুপি চেয়ে

             বেহাগ বাতাস।


          তবু নিঃশব্দ দ্বৈরথ

          আরক্ত লালন গায়

             গম্ভীরা যুগল

          নীল দ্বীপে রেখে এসে

              উন্মুক্ত সৃজন।

               ……………


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - 9434453614

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...