মানসী সাহু র কবিতা
কবির অন্তর্দহন থেকে উঠে আসা কবিতা গুলিতে
কবির আত্ম নিবেদন রয়েছে, কখনো কখনো কবি কৃষ্ণ ভাবুক, প্রকৃতির প্রতি অমোঘ ভালোবাসা আর এক সত্য।
১.
দোপাটি রাত
পাহাড়ে টাঙানো ব্যবহারিক ছায়াবৃত্ত
চাঁদ ধৌত নদী
শুকনো আগুন থেকে সমুদ্র উচ্ছ্বাস
শরীরে আধুনিক
ছড়ানো নিরব বিষাদ।
ভাসন্ত সিঁড়ি আকাশে
বদলেছে কক্ষপথ
ভেষজ ফুল কবিতা অলঙ্কার
সাঁতারে স্নিগ্ধ শপথ
হামাগুড়ি লোনা গন্ধ
নিভৃত ঝিনুক
শীতল ভাঙে
অজস্র দোপাটি রাত।
২.
নিরাময়
আলেয়ায় দেখা
ঘুমন্ত শিশির প্রস্তুত প্রভাতী বৈরাগ
একাকী নির্জনে নদীর স্রোত
জীর্ন পাতার সারি,
ডুবে যায় পতনের ভাষা
কুচো অলঙ্কার।
ছক ছেড়ে উঠে আসে আলোময় দেহ
শূন্যে পরাগ ঠেলে
যন্ত্রনা পেরোতে চায় পুরোনো অসুখ।
৩.
ভাস্কর্য
যা চেয়েছো অলক্ষ্য প্রস্তুত
সমস্ত বাহুল্য বাহার
বিমূর্ত প্রতিমা সনাতনী সংস্থানে প্রতিষ্ঠিত
অনন্ত অন্বেষণ
দাঁড় টেনে নিয়ে চলো পার
জ্বালাবো যুগল জ্যোতি
প্রথম পুরুষে পরমা প্রকৃতি
সম্পূর্ণ নিবেদন-বিনীত ফল্গু পাঁজরের নীচে
তুমি প্রথম বিগ্রহ আমার মন্দিরে।
৪.
ষোলো আনা
এই তুমি,
উত্তুঙ্গ ওড়নায় সান্ধ্য সফর সেরে
ললাটে এঁকেছো কোজাগরী চাঁদ
দূরে চলে যাও যত
অভিমানী আলোক মালা
আরও সঘন সলজ্জ প্রতীম
সূর্য শিশির যেমন পেতে চায় কাছে
তেমনি তোমার কলস জুড়ে
অমৃত টলটল।
শুধু অপেক্ষা -
ঐ বুঝি শোনা যায় নাম
পারে যাবে বলে কৃষ্ণ কৌস্তভ
চায় ষোলো আনা
আর কিছু নয়।
৫.
মহাজীবন
জন্ম কোরকে লাল মাটি
বন্য রাস্তা ভেষজ গন্ধ
দীর্ঘ জীবন-শিরোনামে সমুদ্র আখ্যান
বিজ্ঞাপন বিমুখ
বেলা পড়লেই ঝুপঝুপ রাত।
রাখা আছে আত্মবিশ্বাস
মাটি ঝরা ঘাম
মেঘ মোহনায় ফুসফুস চাঁদ
সুবর্নরৈখিক জলছাপে প্রবাহিত
এ মহাজীবন।
…………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - 9434453614
No comments:
Post a Comment