Tuesday 30 May 2023

রবীন্দ্র পরম্পরা // ই-কোরাস ২১




 রবীন্দ্র পরম্পরা

পর্ব - ২১

জগতে আনন্দ যজ্ঞে


মহাশ্বেতা দাস




"নয়ন আমার রূপের পুরে

   সাধ মিটায়ে বেড়ায় ঘুরে

শ্রবণ আমার গভীর সুরে

        হয়েছে মগন।" 


প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া রবির চিরকালের স্বভাব। সেই কোন ছোটবেলায় বাবার সাথে হিমালয় ভ্রমণে বেরিয়ে শান্তিনিকেতনে কয়েক দিনের জন্য থেকে যাওয়া.... কোপাইয়ের তীরে সময় কাটানো, খোয়াই থেকে নুড়ি তুলে আনা.... সেই থেকেই প্রকৃতি আর নিজেকে আলাদা করতে পারেননি রবি। প্রকৃতির অপরূপ রূপ দেখে আশ মেটে নি। তাই যত দিন গেছে আরও নিবিড় ভাবে যেন মিশে যেতে চেয়েছেন, গ্রহণ করতে চেয়েছেন প্রকৃতির রূপ রস গন্ধ.... আর সেইগুলিই প্রকাশিত হয়েছে কাব্যে। তবু যেন কোথাও কিছু একটা কম পড়ে যাচ্ছিল এতদিন। 


    বিশ্ব-আলোক যখন হৃদয় অরণ্যের গহন কোণে এসে পৌঁছে যায় তখনই বোধহয় মনের মধ্যে জমে থাকা বিষাদ ঘন আচ্ছাদন দূরে সরে যায়.... নিজের কাছে নিজের মুক্তি ঘটে। আর তখনই সমস্ত বাধাব্যবধানের বেড়াজাল টপকে অন্তরালোক বিচ্ছুরিত হয় নির্ঝরের মতো। 

     

     ভারতীয় প্রদর্শশালার পাশে দক্ষিণ - পূর্বমুখী রাস্তাটির আদি নাম ছিল স্পিক স্ট্রিট পরবর্তী ক্ষেত্রে যার নাম হয় সদর স্ট্রিট। চন্দন নগর থেকে ফিরে এসে জ্যোতিরিন্দ্রনাথ ও কাদম্বরী দেবী এই সদর স্ট্রিটের ১০ নম্বর বাড়িতে উঠেন কিছুদিন বসবাসের জন্য। যদিও এই বাড়িটি ঠাকুর পরিবারের নিজস্ব বাড়ি ছিল না, ভাড়া বাড়ি ছিল। তবুও এই বাড়িতে তাঁদের সঙ্গী হলেন রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবী। সাদা মাটির বিলাতি পুতুল, চীনা মাটির স্ট্যান্ড এবং বড়ো বড়ো আয়না দিয়ে সাজানো বাড়িটায় ক্রমে জ্যোতিরিন্দ্রনাথ "ছোট বাবু" এবং রবীন্দ্রনাথ "রবিবাবু" বলে পরিচিতি লাভ করেন।


   একদিন সকালে এই বাড়িরই জানালার ধারে বসে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে আছেন.... গাছের পাতার আড়াল থেকে উদিত রবির কিরণ এসে পড়লো ধরাতলে অপেক্ষারত রবির চোখে মুখে। মুহুর্তের মধ্যে যেন মনলোকের পর্দা গেল সরে। সেদিন যেন কবি দূর থেকে শুনতে পেলেন মহাসাগরের গান। প্রাণের মাঝে বিশ্বপ্রকৃতির আমন্ত্রণের ডাক শুনতে পেলেন। জগতের আনন্দযজ্ঞে তাই প্রাণের সাধ মেটাতে চাইলেন কবি। "সন্ধ্যা সঙ্গীত" এর অন্ধকারালোক থেকে প্রভাত রবির জ্যোতির্লোকের মধ্যে "নিষ্ক্রমণ" ঘটলো তাঁর। "আপন হতে বাহির হয়ে বাইরে" দাঁড়ালেন কবি। রচিত হল  "প্রভাত সঙ্গীত" কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা "নির্ঝরের স্বপ্নভঙ্গ" যাকে কবি নিজেই " সমস্ত কাব্যের ভূমিকা" বলে উল্লেখ করেছেন।

                     …………………….. 



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614



No comments:

Post a Comment

তৃষ্ণা বসাক এর কবিতা // ই-কোরাস ১৮০

  তৃষ্ণা বসাক এর কবিতা ১. মহানির্বাণ   চুন্দ, চুন্দ, এখনি এই শূকর মাংস মাটির গভীরে পুঁতে ফেলো, পৃথিবীতে এমন কেউ নেই যে এই মাংস পরিপাক করতে প...