প্রবীর চক্রবর্তী এর কবিতা
মুগ্ধতা
নদীর এপারে আমি
ওপারে দাঁড়িয়ে একটি নবযৌবনা কৃষ্ণচূড়া গাছ
সারাদেহ কুসুমিত রঙিন সৌরভে।
ওপারে অনাবিল সৌন্দর্যের হাতছানি
মাঝে প্রবহমান খরস্রোতা নদী
নেই কোনো যোগাযোগের মাধ্যম।
এপারে প্রাত্যহিক জীবন, সভ্যতার শব্দ
ওপারে নিস্তব্ধতায় সমাচ্ছন্ন সৌন্দর্য
নৈসর্গিক সত্যম শিবম সুন্দরম।
আমি সৌন্দর্য আস্বাদন করছি
মুগ্ধতা গ্রহণ করছি, কিন্তু
দূর্গম দূরত্বকে অতিক্রম করতে পারছি না কিছুতেই।
……………….............
হে শাশ্বত প্রেম
হে শাশ্বত প্রেম-
যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে তোমার অস্তিত্ব
সৃষ্টির আদিকাল থেকে বিবর্তনের ধারায়
ছোট্ট মুষ্টিতে ঢুকে পড়েছ গোলকধাঁধায়।
তোমার চিরকালীন যুগল মূর্তি এখন ব্যাকডেটেড
তোমার বর্ণময় আবেদন,ফুলখেলা,বাঁশি
ফাটা জিনস্ আর টি শার্টের সাথে রোদে জলে
পুড়তে পুড়তে ট্রামের মতো পিছিয়ে পড়েছে।
এখন স্বপ্ন নেই, নেই ভাঙা গড়ার প্রস্তুতি
নেই আলো আঁধারির খেলা
সবটাই এখন ওপেন সিক্রেট।
হে শাশ্বত প্রেম-
তোমাকে খুঁজে পাওয়া এখন দুস্কর
তোমাকে খুঁজতে খুঁজতে কেটে গেছে কত বর্ণচোরা দিন।
এই আলোর ঝলকানি, রঙের চাকচিক্য থেকে শত যোজন দূরে
যেখানে শোনা যায় পাড় ভাঙার শব্দ
ঠিক সেখানেই দেখলাম তুমি ঝরে পড়ছ
ফোঁটায় ফোঁটায়…
………………….......
দ্বৈরথ
কি প্যাডে অস্থির আঙুল
স্কীনে উঠে আসছে তোমার অনুভূতিহীন প্রকাশ
উন্নাসিক মেঘের কাছে বৃষ্টি প্রার্থনা করে
অতৃপ্ত খোলামাঠ, ছোট্ট ডোবা,শীর্ণ নদী।
তুমি সেই বিপথগামী অশ্রু, যাকে লুকোবার জন্য
নাটকীয় মুগ্ধতা ফুটিয়ে তুলতে হয়।
দীর্ঘপথ আমরা সাজিয়েছি সারল্যে
এখন প্রতিদ্বন্দ্বী ইচ্ছেরা অতি সক্রিয়
ঠিক ঠিক ইঙ্গিত পেলে ভুলে যাবে সৃষ্টিশীল দিন।
অচেনা যাত্রীর সাথে দু একটা আলাপের মতো
শব্দ ও নৈঃশব্দ্যের খেলা চলে।
জয়ের নিমিত্ত দ্বৈরথ প্রাত্যহিকী স্থির করে
এই অস্থিরতায় ভেঙে যায় আমার ছেলেবেলার সাজানো বাগান।
……………….........
(১)
এখন মধ্যাহ্নের অসহিষ্ণু তাপ
শীতলতা খোঁজার বৃথা চেষ্টা নিয়ে
প্রাণপণে নিজেকে খুঁজছি
এভাবেই নদীগর্ভে গোষ্পদের মতো
জমে থাকা জলে
আমার আজন্মের প্রার্থনা অঞ্জলী দিই।
(২)
কিরণের তীব্রতা বাড়াও
ঝলসে দাও আমার দ্বিধা দ্বন্দ
আমি শস্যহীন মাঠের মতো
গ্রহণ করব তোমার রোদ্দুর
তারপর তুমি হয়ে উঠবে কালবৈশাখী
আর তখনই নিজের অজান্তেই সৃষ্টি করবে মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়বে আমার শরীরে
দহনের মধ্যাহ্নে সেই প্রার্থনা করি চলো।
…………………..
সংগ্রহ করতে পারেন সর্বত্রই পাওয়া যাচ্ছে।
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
No comments:
Post a Comment