প্রবীর চক্রবর্তী এর কবিতা
আমরা পথ খুঁজছি
সকালে যে পাখিটি উড়ে যায় নির্দিষ্ট পথে
বিকেলে ফিরে আসে বিপরীত পথ ধরে।
এই যাওয়া আসার মধ্যেই রয়েছে
সৃষ্টির রহস্য।
এই পথ খুঁজেছেন নিউটন থেকে নেরুদা
প্লেটো থেকে পিকাসো।
এই পথে আবর্তিত হয়েছেন
যে যার মতো সংজ্ঞায়িত করেছেন
আবার হারিয়েও গেছেন কত শত জন।
আমরা পথ খুঁজছি
যে যার মতো
এগিয়ে চলেছি
গন্তব্যের দিকে
পথ খুঁজে ফিরে আসতে পারব তো!
…………………
মায়া প্রপঞ্চময়
পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো আঠা
প্রেম-ভালোবাসা-স্নেহ কিম্বা শ্রদ্ধা
এই আঠা নিবিড়ভাবে বেঁধে রাখে পরস্পরকে।
সমস্ত আকর্ষণ বিকর্ষণের মূল আধার এই আঠা।
হৃদয়ে আঠার ক্ষরণ হলে ঝরে পড়ে
দৃষ্টিতে,কথায় ও কাজে।
মরিচিকা হোক বা মরুঝড়
বন্যা কিম্বা মহামারী
মানুষ যতটা অসহায় হয়
এই আঠার কাছে তার থেকেও বেশি।
শিশু অবস্থা থেকে এই আঠার উপদ্রব সহ্য করতে হয় আমৃত্যু।
এই আঠা মেখে সবাই বাদুড়ের মতো ঝুলছি
তবু কষ্ট বুঝতে পারছি না!
………………
প্রকৃত ভালোবাসা
প্রকৃত ভালোবাসা বৃষ্টিহীন মেঘের মতো
আশা জাগিয়ে ভাসতে থাকে অসীমে।
নিশীথ রাতে যে শব্দ ভেসে আসে
তানপুরার সুরের মতো ধরা দেয় তন্ত্রীতে
সেখানেই প্রকৃত ভালোবাসার স্থাপন।
ফুল ফুটলে যে সুগন্ধ ছড়ায়।সেই পবিত্রতা
দিয়েই হয় প্রকৃত ভালোবাসার বোধন
উন্মোচিত হয় সত্যের পাপড়িগুলি।
মেষপালকের মতো অগণিত মেষগুলিকে
একদিকে চালিত করার মন্ত্র দিয়েই
হয় প্রকৃত ভালোবাসার উদযাপন
বিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি থাকে খোলামাঠে।
প্রকৃত ভালোবাসা ঈশ্বরের মতো
বিশ্বাস ভেঙে গেলে অস্তিত্ব হারিয়ে যায়।
…………………
শ্যামের বাঁশি
শ্যামের বাঁশি আজও বেজে ছলেছে নিধুবনে
বেজে চলেছে খোলা হাওয়ায়,অস্তরাগের ইচ্ছায়।
দৃষ্টির অতীত জাদু ছড়ায় সেই সুর
তরঙ্গ নাচে নদীর বুকে, সমুদ্রে।
ফুল ফোটে, সুগন্ধ ছড়ায়, মুগ্ধতা সৃষ্টি করে।
মায়ের কান্নায়, সন্তানের চপলতায়,বিরহে বা প্রিয়জনের অন্তিম যাত্রায়
সেই সুরের মূর্ছনা আবিষ্ট করে
মানুষ দুঃখ ভুলে যায়।
আবার হাসে, আনন্দ করে,ভালোবাসে।
শ্যামের বাঁশি আজও বেজে চলেছে একান্তে
হৃদয়ের নিবিড় এক কোনে
যেখানে প্রেম ছাড়া অন্য কিছু প্রবেশ করতে পারে না।
……………………
আলো
খোলা মাঠের মাঝে ছোট ছোট গ্রাম
সবুজের মাঝে ছোট ছোট দ্বীপ
সায়াহ্নের সময় অন্ধকার ঢেকে দেয় চারিদিক
ঠিক তখনই সেই কালো অন্ধকারে
শেয়াল ডেকে ওঠে সমস্বরে
ঢুকে পড়ে গৃহস্থের দাওয়ায়
তবে যেখানে আলো থাকে সেদিকে নয়
আলোকে ভয় করে সমস্ত হিংস্র প্রাণী- অন্ধকারের জীব- নিশাচর।
একথা সবাই জানি
তবুও আমরা প্রত্যেক হৃদয়ে
আলো জ্বালাতে পারছি কই!
.........................
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
No comments:
Post a Comment