Saturday 20 May 2023

প্রবীর চক্রবর্তী এর কবিতা //ই-কোরাস ১২৯

 



প্রবীর চক্রবর্তী এর কবিতা 

শব্দহীন


এভাবেই একদিন থেমে যাবে হাসি-কান্না-কলরব

সমস্ত রঙ মুছে গিয়ে হবে বর্ণহীন

আলো মুছে গিয়ে হবে অন্ধকার।

চেনা মুখগুলো হারিয়ে যাবে বিস্মৃতির অতলে

সযত্নে রাখা কবিতার বইগুলো ধুলো মেখে

দাঁড়িয়ে থাকবে অপাংক্তেয় হয়ে।

প্রিয় পোশাকগুলোতে স্বরলিপি লিখবে পোকার দল।

যে কলম থেকে জন্ম হয়েছে অসংখ্য কবিতার

সেও স্থবির হয়ে পড়ে থাকবে।

ফুল থাকবে সৌরভ থাকবে না

শব্দ থাকবে আমন্ত্রণ থাকবে না

শুধু কয়েকটা স্মৃতিফুল ফুটে থাকবে এদিক ওদিক

কেউ দেখবে,কথা বলবে,কেউ দেখবে না।


এভাবেই শব্দহীন হয়ে যাবে কবির জীবন।

              ………………….. 


লক্ষ্যে পৌঁছতে পারে ক'জন


ভোরের আলো ফোটার সাথে সাথেই

জেগে ওঠে চিরায়ত বোধ/এরপর সমস্ত দিনজুড়ে স্বপ্নভঙ্গের কাহিনী

দৌড়ে কখনো এগিয়ে কখনো পিছিয়ে যাওয়া

লক্ষ্যে স্থির থাকা কঠিন

প্রহেলিকায় আটকে গেছে নির্দিষ্ট পথ

এজন্যই সবাই খোঁজে পথপ্রদর্শক

এ জন্যই আজীবনের সংগ্রাম

লক্ষ্যে অবিচল থাকে অনেকেই

কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারে কজন।

           ……………….. 


বিপন্ন দিনরাত


বিপন্ন দিনরাত

চোখের নিচে জ্বলছে আগুন

জীবন পুড়ে খাক।


হয়তো সবই মেকি

পোড়ার জ্বালায় জ্বলছি সবাই

ভাবের ঘরে ফাঁকি।


পুড়ছে শস্যক্ষেত

পুড়ছে আমার শবদেহ,আর-

হৃদয়ের সংকেত।


পেটের তলায় খিদে

নিত্য জীবন বদলে যাচ্ছে

গন্ধে এবং স্বাদে।


বিপন্ন যৌবন

নিউজ পেপার চর্চা করে

খুন আর ধর্ষণ।


বিপন্ন দিনরাত

মুখ লুকিয়ে দেখছি সবাই

অশনিসম্পাত।

        …………… 


জলছবি


প্রত্যেক জীবনের মধ্যে একটা স্বপ্ন আছে

প্রত্যেক স্বপ্নের মধ্যে একটা সত্যি আছে

আর সত্যের মধ্যে আছে না পাওয়ার যন্ত্রণা।

এভাবেই প্রকৃতির নিয়ম বদলায়/দিনের ক্ষয় হয়ে রাত নামে

ঝাপসা হয়ে আসে চারিদিক

দৃষ্টি আচ্ছন্ন হলে সান্ত্বনা সুগন্ধ দেয়

জ্যোৎস্না দেয় তৃপ্তি উপহার।

ঠিক তখনই জীবনের স্বপ্ন,সত্য, অতৃপ্তি

অশ্রু হয়ে ঝরে পড়ে-


জলছবি এঁকে দেয় জীবন।

            ………………..



আবহমান যাত্রাপথ


মেঘ ও রোদের সংসার ভারি বিচিত্র

তবু তারা ভাঙে ও গড়ে

তবু তারা সৃষ্টির জন্য একত্রিত হয়

যেমন আমি ও আমার ইচ্ছেরা

সমান্তরাল ভাবে হেঁটে চলি

দিগন্তরেখার দিকে

একদিন ঠিক ছেদবিন্দু খুঁজে পাবে

আমাদের এই আবহমান যাত্রাপথ।

              ………………. 


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614


No comments:

Post a Comment

তৃষ্ণা বসাক এর কবিতা // ই-কোরাস ১৮০

  তৃষ্ণা বসাক এর কবিতা ১. মহানির্বাণ   চুন্দ, চুন্দ, এখনি এই শূকর মাংস মাটির গভীরে পুঁতে ফেলো, পৃথিবীতে এমন কেউ নেই যে এই মাংস পরিপাক করতে প...