Saturday, 13 May 2023

প্রবীর চক্রবর্তী এর কবিতা // ই-কোরাস ১২৮


 


প্রবীর চক্রবর্তী এর কবিতা 

অর্থহীন


ক্ষেতজুড়ে ফুটে আছে অসংখ্য সূর্যমুখী ফুল

হলুদ সৌন্দর্যে গরবিনি হয়ে

উন্নত গ্রীবা, চেয়ে আছে সূর্যের দিকে অপলক

যেন নৃত্যরতা উর্বশীর বিভঙ্গ

সমস্ত সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করতে চাইছে

নিজেকে উজাড় করে বেঁধে রাখতে চাইছে সূর্যকে

এভাবেই চলছে নীরব কথকতা

এভাবেই মিলিত হচ্ছে প্রকাশ।


তারপর সময়ের আবর্তনে

সূর্য যখন হারিয়ে গেল দৃষ্টির অগোচরে

অন্ধকার বিস্তার করতে চাইল অধিকার

অসহায় সূর্যমুখী মাথা নিচু করে

নিজের সৌন্দর্য আড়াল করে নিল একান্তে


প্রেম হারিয়ে গেলে সৌন্দর্য অর্থহীন হয়ে যায়।

             ……………… 



প্রত্যুষ আলো হয়ে ওঠে


কুয়াশার চাদরে সমাচ্ছন্ন তোমার অস্তিত্ব

কল্পযুগ থেকে বহন করে চলেছি ইন্দ্রজাল

শ্রুতির মধ্য দিয়ে বিবর্তিত হয়ে গেছে প্রাককথা 

সময় উত্তীর্ণ হলে প্রত্যুষ আলো হয়ে ওঠে।


এ এক অনাহুত বর্ণময় মোহগ্রস্ত দিন

চলাচল করছে সর্বক্ষণ অদম্য স্রোত

লক্ষ্যহীন যাত্রা তাই অনন্ত যাত্রাপথ

মানুষই তৈরি করে ইতিহাস আর যৌবনের বোধ।


ঘটনা জুড়ে গিয়ে তৈরি হয় এক পরিক্রমা

অভিজ্ঞতা পথপাশে স্ট্রীট লাইটের মতো জ্বলে

তবু পথ অন্ধকার ঘনঘোর কুয়াশাকঠিন

সত্য দৃঢ় হলে প্রত্যুষ আলো হয়ে ওঠে।

             ………………… 


পরিণতি


মন্দিরে, মসজিদে, গির্জায়

অগণিত মানুষ খুঁজে চলেছে অনন্তপথ।

আশা নিরাশার দোলাচলে

বিশ্বাস অবিশ্বাসের অন্তর্লীন আবহে

মুহুর্তে মুহূর্তে বদলে যায় অস্তিত্ব।

মানুষ খুঁজতে থাকে তার উৎস

খুঁজতে থাকে তার পরিণতি।

তারপর একদিন সে নিজেই মিশে যায় অসীমে

বুদবুদ যেমন মিশে যায় সমুদ্রের জলে।

                 …………………. 



মন টু মন রিলেশনশিপ


দুটি মনের বৃষ্টিপথে দেখা

দুটি মনের স্বপ্ন বিনিময়

মুক্ত আকাশে তরঙ্গ পথ বেয়ে

দুটি মনের নীরব কথা হয়।


কথার স্রোতে ভাসতে থাকে মেঘ

হাওয়ায় ভাসে মুক্ত পরিচয়

শব্দে শব্দে রঙিন জলছবি

আছে শুধু হারিয়ে ফেলার ভয়।


রোদের সাথে হলুদ আলো খেলা

গভীরে ডুব অতল আহ্বানে

দুটি মনই ভাসছে মহাকাশে

মন টু মনের অবুঝ রিলেশনে।

             …………………… 


বাঘ


ছদ্মবেশী বাঘ ঢোকে নিরন্ন কুটিরে

দুর্বল সুড়ঙ্গ পথে কখনো বা

অসহায় জানালা ভেদ করে।

তার লোলুপ দৃষ্টি, হিংস্র চাইনি

সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকে কুটিরবাসিনী।

ঝড় হোক বন্যা কিম্বা মহামারী

ভেঙে যাক কুটিরের চাল চুলো সব

শুধু আপ্রাণ চেষ্টা করে দোরে দেয় খিল

সম্ভ্রম হারিয়ে যাওয়া মৃত্যুরই সামিল।

           ……………….. 



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614





No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...