Saturday, 15 April 2023

এসো হে বৈশাখ // ই-কোরাস ১১৯

 



আরেকটা বৈশাখ

অরুণ ভট্টাচার্য


বৈশাখ আসে। প্রতিবার আসে-চৈত্রের দহন বেলা পেরিয়ে।  ষড়ঋতুর আবর্তনের সূচনা কাল হলো বৈশাখ। এই উৎস মুখকে সামনে রেখে রাজস্বের রাজত্বকাল। তখন আকবর। তখন মুঘল। নববর্ষ শুরু হলো হিসেবে-খুশিতে। সময়ের আবর্তনে বৈশাখ হল সমৃদ্ধির। বৈশাখ হল ঝরা পাতার বিরহ সরিয়ে নতুনের আহ্বান। আনন্দের অনুসন্ধান। ক্রমেই বাঙালি এক টুকরো আনন্দকে সঙ্গী করে নিতে বুকে জড়িয়ে ধরে বৈশাখের প্রথম দিনকেই। সবার কপালে যে নতুন কিছু জোটে, তা মোটেই নয়। তবু আপামর বাঙালির মননে চেতনে জানান দেয় পয়লা বৈশাখ। তারপরেই ধ্বনিত হয় পঁচিশের  পদধ্বনি। 'মম চিত্তে নিতি নৃত্যে'.. হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ। এ হল বাঙালির আবেশ - বাংলার আবেগ। ডিজিটাল যাপনেও কবিগুরু সমান প্রাসঙ্গিক হয়ে আছেন। থাকবেনও - বাঙালির শিক্ষা চেতনার শেষ আশ্রয় হয়ে। 

তবু কখনো নীতিহীন সমাজ-চেতনা আঘাত করে মেরুদন্ডে, হয়তো সেই বৈশাখেও । তাই কবির কলমে লেখা হয় -

সুখ অসুখের মাঝেই যাওয়া-আসা ..

ফিরে গেল বৈশাখ ।

বর্ষবরণ টেলিভিশন কিংবা অন্য কোথাও ।


আমার বাস্তু টুকু জবরদখলের প্রক্রিয়া চলছিল, ক্ষমতার কারিগরিতে 

তবু কবিতা লিখেছি পাতা-ঝরা কথায় ।

কালবৈশাখী আমার উঠানজুড়ে ..

                 …………………….


যে দহনে পলাশ ফুটে

মৃণালকান্তি দত্ত


যে চলে গেছে তার দিকে এমন করে কি দেখো! নিজের ভেতর হাসি টাকে হাসতে দিয়ে তাকালাম ডুলুং এর দিকে ডুলুং তখন পুড়ে যাওয়া পলাশ গাছ টার দিকে তাকিয়ে অপলক বলে চলেছে প্রত্যেকে তো চলে যেতে হবে, হয়!! তুমি যে কেনো এতো চলে যাওয়ার মধ্যে ডুবে থাকো বুঝি না আমি! আসলে তুমি ভীষন রকম দুঃখ বিলাসী…

চোখের ভেতরের আমার দৃশ্য টাকে ধরতে না পেরে বোধহয় খুব গভীর ভাবে হাতটাকে জড়িয়ে নিলো হাতে…। অন্যহাতে চুলটাকে কানের পেছনে পাঠিয়ে স্পর্শ করলো আমার চুল, মাথাসমেত মুখ টাকে একটু ভাসিয়ে নিতে চাইলো তার প্রবাহে; ধারায় তার…। সময় মেনে এক আকাশ থেকে অন্য আকাশের দিকে ঝুঁকে পড়লো সূর্য অন্য আকাশ থেকে আবার চাঁদ এই আকাশে আসি! কালকে কিন্তু গাজন তলার মাঠে মনে আছে তো? ডুলুং চলে যাচ্ছে নাকি ফিরে আসছে দিগন্ত পেরিয়ে নীল চুড়িদারে নীলের দিকে…

ডুলুং চলে গেলে পরা আসে নিঃশব্দে ..

পলাশের লালে …!

নিস্বরে ঝুঁকে পড়ে হৃদয়ের ভেতর বলে চলে দেখেছো আজ কত পলাশ ফুটেছে ডালে ডালে…

দখিনা টাও আজ বড় বেপোরোয়া তোমার মতো…!

উদোম ভিজিয়ে দিচ্ছে 

ভাসিয়ে দিচ্ছে শরীরহীন নগ্ন আমিকে…!

খিলখিলিয়ে হেসে উঠে খুলে ফেলে এক এক ইন্দ্রিয় … 


আমিও ইন্দ্রিয়হীন ক্রমশ…

             ………………….. 



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - সুব্রত ঘোষ

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...