নতুন দিনের আলো
অন্তরা ঘোষ
একটা নতুন সকাল, একটা নতুন স্বপ্নের উড়ান। কিন্তু সেই উড়ানটাকে পাখা মেলে আকাশে উড়তে দেওয়ার স্পর্ধা দেখাতে পারছে না ময়ূরাক্ষী। আজ থেকে নয় মাস আগে,এক ভোর সকালে, সে নিজেই টেস্ট করে দেখেছিল বেগুনি রঙের দুটো লাইন। যেটার অপেক্ষায় মাসের পর মাস কেটেছে তার। কিন্তু সেদিন সেটা পেয়েও আনন্দে উদ্বেল হতে পারেনি। সিঁদুরে মেঘের আতঙ্কে। এই নিয়ে পঞ্চম বার এমন দুটো বেগুনি রঙের লাইন দেখল সে।বারবার মা হওয়ার ব্যর্থ প্রচেষ্টায়, ময়ূরাক্ষীর জীবনে মননে যেন এক অভিশপ্ত অন্ধকারের হাতছানি ছিল। আজ তাই ঘুমন্ত উজানের মুখের দিকে তাকিয়ে ময়ূরাক্ষীর চোখে নেমে এলো প্লাবন। এই মানুষটি আছে বলেই আজও বয়ে চলেছে ময়ূরাক্ষীর জীবনস্রোত। নইলে তো সেই কবেই তার স্তব্ধ হয়ে যাওয়ার কথা।
আজ পয়লা বৈশাখ। পাড়ার সব ছোট ছোট বাচ্চাদের বাড়িতে ডেকেছে উজান―ময়ূরাক্ষী। সারাটা দিন ওদের সাথেই কাটাতে চায়।
নববর্ষের এই পুণ্য তিথি তে ময়ূরাক্ষী নার্সিংহোমে ভর্তি হবে। নতুন অতিথিকে পৃথিবীর আলো দেখাতে। অতীতের চারবারের ব্যর্থতাকে ভুলে গিয়ে উজানের হাত দুটো চেপে ধরে ময়ূরাক্ষী অনেক কিছু বলতে চাইছিল। চব্বিশ বছর বয়সে মা হারানো উজান ভরপুর ভালোবাসা আর বিশ্বাস নিয়ে ময়ূরাক্ষীকে জড়িয়ে ধরল। তার পেটের কাছে ফিসফিস করে বলল,
"শুভ নববর্ষ চ্যাম্প! তাড়াতাড়ি চলে আয়, আমরা অপেক্ষায়।"
…………………..
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - সুকান্ত সিংহ
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
No comments:
Post a Comment