Friday, 14 April 2023

ঐতিহ্যের উৎসব : অর্থিতা মণ্ডল // ই-কোরাস ১০৯

 



ঐতিহ্যের উৎসব নববর্ষ 

অর্থিতা মণ্ডল

চৈত্রের দাবদাহের ভেতর হঠাৎই এসে যায় বৈশাখ। পয়লা বৈশাখ।বাঙালির নিজস্ব বর্ষ শুরুর মুহূর্ত। ধর্ম কিংবা কাঁটাতার এই উৎসবকে ভাঙতে পারেনি কোনোদিন। উত্তর,দক্ষিণ,পশ্চিম, পূর্ব-বৃহত্তর বাংলার বাঙালি  তাদের একান্ত আপন বর্ষকে আমন্ত্রণ জানায় নাচে, গানে, কবিতায়। এরই সঙ্গে থাকে বাঙালির নিজস্ব খাওয়া দাওয়া আর  নতুন পোশাকের সুঘ্রাণ। এভাবেই ঘটে বর্ষের আগমন। হালখাতার হাত ধরে ব্যবসায়ীদের বাৎসরিক শুভলগ্ন শুরু হয় এইদিন। 'ছোটোবেলা'এইসব বোঝে না, তবুও না বোঝা আলোর ভেতর উৎসবের আনন্দে মেতে ওঠে।মনে পড়ে গত শতকের নয়ের দশকের শুরুতে একদম শিশুবেলায় নববর্ষের আগমনে হৈ হুল্লুরে খুশিতে মেতে উঠতাম আমিও। এই সময় আমাদের বাড়ি থেকে খানিক দূরে প্রাচীন শিব মন্দিরের মাঠে মেলা বসতো, এখনো বসে। কিন্ত সে সময়ের ভেতর ছিল নিষ্পাপ উদ্দীপনা। চৈত্র সংক্রান্তির দিন মা  ছাতু মাখতেন দুধ, কলা আর গুর দিয়ে। ওই ভোরের এই বিশেষ খাওয়ার মধ্য দিয়েই পরের দিনের উৎসবের আগমন সূচিত হতো। পয়লা বৈশাখের দিনটা শুরু হতো দূরদর্শনের "নববর্ষের বৈঠক" দেখতে দেখতে। সেদিনের খড়্গপুর রেল শহর হলেও, পুরনো আভিজাত্য ছিল তার গায়ে জড়িয়ে। তখন তো ঝাঁ চকচকে শপিং মল, সিনে কমপ্লেক্স, রেস্তোরা ছিল না।'তারা' সেই সময়ের শহর থেকে অনেক অনেক দূরে দাঁড়িয়ে ছিল। খাওয়ার মেনুতে আমরা তখনো চিনি না পিৎজা, বার্গার কে। তাই তো নববর্ষের উৎসবে জড়িয়ে থাকতো আন্তরিকতার ছোঁয়া। তিন চারটি দোকানে হাল খাতার নিমন্ত্রণ থাকতো।ফুল পল্লব আর স্বস্তিক চিহ্নে সুসজ্জিত দোকান হাতছানি দিয়ে ডাকতো। হয়তো বা সেদিন মেলায় যাওয়া হতো। মেলায় সাজানো হরেক পসরা মন ভোলানো রূপকথার আমেজ লাগাতো চোখে। সময়ের সঙ্গে সঙ্গে ছোটোবেলার নববর্ষ হারিয়ে গেল, অথচ মল্লিকার গন্ধ নিয়ে বহু যুগান্তরের পার থেকে ছোটোবেলার নববর্ষ আসে।


রোজকার কাজ কর্মে আজ আমরা আন্তর্জাতিক মাস তারিখকে আপন করে নিয়েছি। এই আন্তর্জাতিকতার মধ্যে যেমন রয়েছে বিশ্বমানবতার বন্ধন, তেমনই বাঙালির নববর্ষের ভেতর সামাজিক ক্রিয়া কর্মের আবরণে রয়েছে ঐতিহ্যের টান। এই একটি দিন বৈশাখী হাওয়ার আলাপে ঐতিহ্যের শুভময় দ্যোতক হয়ে ওঠে।

                      …………………. 



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - সুকান্ত সিংহ

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614

No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...