Saturday, 7 January 2023

সুদেষ্ণা ঘটক অধিকারী এর কবিতা // ই-কোরাস ৯০

 



সুদেষ্ণা ঘটক অধিকারী এর কবিতা

১.

এমনই প্রেম কাম্য


আমি প্রেমের কাব্য লিখি;

ছুঁয়ে যায় যারা দিগ্বিদিকে

দিয়ে যায় উঁকিঝুঁকি,

বিরহের সাথে মিশে

যার স্বাদ পুনঃ পুনঃ ভিন্ন,

এমনই প্রেম কাম্য

শুধু;বিরহ পাবার জন্য।

তবে-কলমেতে সুর আসে;

ছন্দ-দ্বন্দ্ব টপকে ভাবনা

দূর দূর দেশে ভাসে।

বাজে যক্ষপ্রিয়ার কান্না

আনে অনাবিল প্রেম বন্যা,

সাজু রূপাই এর নক্সী কাঁথাটা

বারবার মনে আসে।

আসে বেদিনী মেয়ের কামনা;

কভু রাধার বিরহ যাতনা,

মীরার গভীর মর্ম বেদনা

ভরে রোমাঞ্চে উল্লাসে।

যার হাহাকার যতো গাঢ়

তার রূপ রস দেখি আরও,

এমনই প্রেমের কাব্য আমায়

চিরদিন যেনো টানে...

শুরুতে প্রেমের বন্যা বইয়ে

বিরহই ডেকে আনে।

       ************


উল্টো শ্রবণ 


ওরা বললো;-"হাসিস না মেয়ে;

হাসলে পরেই সর্বনাশ!"

আমি শুনলাম 'হাস আরও জোরে;

হাস বেশি যদি বাঁচতে চাস্।'

ওরা বললো;-"কাঁদিস না মেয়ে;

কাঁদার উপর নিষেধ ঘোর,"

আমি শুনলাম-'কাঁদ্ মন খুলে;

কাঁদ যতো খুশি ইচ্ছে তোর।'

ওরা বললো;-"নিয়মটা মান্;

না মানলে দন্ড জোর"

আমি শুনলাম-'ভাঙ বিধি ভাঙ্;

ভাঙ্ আর কর মুক্তিসোর।'

ওরা বললো;-"তুই ব্যভিচারী;

বিরুদ্ধে আজ সমাজ তোর"

আমি শুনলাম-'তুই মিতচারী;

নিয়ম না মানা প্রতিবাদখোর।'

ওরা বললো;-"তুই বেহায়া,

সমাজ সেরা কুলাঙ্গার"

আমি শুনলাম-'এগিয়ে যা তুই

পেরিয়ে যা সব বাধা পাহাড়।'

ওরা বললো;-"ফল ভোগ আর

অনাচারের মাশুল গোন্"

আমি শুনলাম-'মন খুলে বাঁচ্

স্বাধীনতার সুরটা শোন্।'

ওরা বললো প্রেম কথাটা

তোর জন্য নিসিদ্ধ...

আমি শুনলাম প্রেমে ডুবে থাক

মনে প্রেম যার,সে...শুদ্ধ।

*********************



৩.

রূপকথারা



একটা মেঘলা দিনের গল্প;

একটা বৃষ্টি দিনের গল্প,

তোমায় কিন্তু শুনতে হবে।

রাজপুত্তুর,রাজকন্যে...

এদের নিয়েই কথা হবে

তোমায় কিন্তু শুনতে হবে।

পক্ষীরাজের পায়ের শব্দ

সোনার পালক;দত্যি জব্দ...

প্রাণ ভোমরার ছটফটানি

তরোবারির শন্ শনানি,

এ সবকিছুই শুনতে হবে।

তারপরে তেও শুনতে হবে

বিরহ কথা...

রাজপুত্তুর রাজকন্যের

গোপন ব্যথা,

রাক্ষস আর খোক্কসদের দিন কল্পে 

কেমন করে মিলবে তারা এক গল্পে!

কেমন করে সোনার কাঠি রুপোর কাঠি...

ঠিকিয়ে তারা একে অপরের

ঘুম ভাঙাবে,

তোমায় কিন্তু শুনতে হবে।

কেমন করে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমিটা

হাদিস দিলো রাজকন্যে আছে কোথা!

কতো দূরে পাতাল পুরে নিমজ্জিত

রাজকন্যে আর সাধের রাজপুরী টা,

তোমায় কিন্তু শুনতে হবে।

তোমায় কিন্তু শুনতে হবে...

কেমন করে রাজকন্যে মুক্তি পাবে,

তারও আগে তোমায় কিন্তু বুঝতে হবে

রাজকন্যে কিসের জোরে সাহস পাবে,

রাজকন্যে মনে কেমন!স্বভাব কেমন!

তাকে পেলে তোমার জীবন কেমন হবে?

বোঝার পরে তুমিই না হয়...

তার জীবনের ত্রাতা হবে।

একটা বৃষ্টি দিনের গল্প

তোমায় কিন্তু শুনতে হবে...

শুরু থেকেই শেষ অবধি শুনতে হবে।

****************************


৪.

ও মেয়ে তুই লজ্জা পাবি কবে?


যে মাটিতে বেশির ভাগই এমন;

যেখানে এখনও

প্রথম মেয়ে সন্তানের পর

প্রজনন ক্ষম দম্পতিরা

দ্বিতীয়;তৃতীয় সন্তানের কথা ভাবে,

সেখানে আর যাই হোক

হরতাল ডেকে

মেয়ে জন্ম না নেওয়ায় ভালো।

হ্যাঁ,ঠিকই বলেছি...

মেয়ে জন্ম না নেওয়াই ভালো।

যে মাটিতে বেশির ভাগই এমন;

যেখানে এখনও

প্রলোভনের ঘোড়ায় চড়িয়ে

মেয়েদের স্কুলমুখি করা হয়,

সেখানে আর যাই হোক

মেয়েদের শিক্ষিত না হওয়ায় ভালো।

হ্যাঁ,বললাম জোর গলায়

শিক্ষিত না হওয়ায় ভালো।

যে মাটিতে বেশির ভাগই এমন;

যেখানে এখনও

বিবাহযোগ্যা মেয়ের বাপ

অনুদান পায় খাতে খাতে;

পণপ্রথায় পরোক্ষ প্রলেপ লেপে

শিক্ষিত সমাজ...

মেয়ের বিয়ের বয়স

আঠারো হোক বা একুশ

সেখানে আর যাই হোক

আপামর শিক্ষিত জনগণের

লজ্জায় মুখ ঢাকাই ভালো।

হ্যাঁ,বলবো হাজার বার...

লজ্জায় ওই কালো মুখ

ঢেকে রাখাই ভালো।

*********************


৫.

নবজন্মের নারী


আমি সেই নারী;

কৌলীন্যের সূতো কেটে বেরিয়ে আসা

চরম বাস্তব,

আমিই সেই নারী;

সহমরণের চিতা ফুঁড়ে উপড়ে ওঠা

প্রচণ্ড রব,

আমি সেই নারী;

পাঠশালার দরজায় বর্ণপরিচয় হাতে

রাঙা মুখে,

আমিই সেই নারী;

অশিক্ষার অন্ধকার ভেঙে আলোর পথে

চরম সুখে,

আমি সেই নারী;

আকাশে;বাতাসে;চাঁদে;মঙ্গলে

বিপুল সাহসে,

আমিই সেই নারী;

ব্যস্ততায়;অবকাশে;স্বর্গ;নরকে

উচ্ছ্বাসে-হরষে,

আমি সেই নারী;

আদি অন্তে পাশাপাশি

শেষ ও শুরুতে,

আমিই সেই নারী;

বিনাশ;ধ্বংসে;ভালোবাসায়

আশ্বাসে-পরিপূরকে।

  ****************


গ্রাম সংখ্যার প্রকাশিত হয়েছে। আপনি সংগ্রহ করতে পারেন।


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - নিজস্ব

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614


No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...