Tuesday, 3 January 2023

রবীন্দ্র পরম্পরা // ই-কোরাস ১



 রবীন্দ্র পরম্পরা 

পর্ব- ১


রবীন্দ্র জন্মকথা

মহাশ্বেতা দাস


রবীন্দ্র জন্মকথা লিখতে বসে গঙ্গাজলে গঙ্গা পূজার মতোই রবীন্দ্র উপন্যাস "যোগাযোগ" এ পাওয়া কিছু কথা এসে যায়।

    "আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো।" 


        রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ, কৃষ্ণা ত্রয়োদশী, সোমবার মধ্যরাত্রির পর। ইংরেজি পঞ্জিকা অনুসারে ১৮৬১ খৃষ্টাব্দের ৭ই মে মঙ্গলবার। 

      রবীন্দ্রনাথের জন্মের পূর্বের পাঁচটা বছর বাংলার সমাজ - সংস্কৃতি তথা ভারতের ইতিহাসে নানাদিক থেকে সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ বললে অত্যুক্তি হয় না। এই স্মরণীয় কালের মধ্যে রাজনৈতিক দিক থেকে সিপাহী বিদ্রোহ যেমন ছিল তেমনি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন, দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্ম প্রচার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা বিষয়ক আন্দোলন, নীলকরদের হাঙ্গামা ও তার প্রতিবাদ, প্রত্যন্ত পল্লীবাংলায় সাঁওতাল বিদ্রোহ, ঈশ্বরগুপ্তের তিরোভাব, মাইকেল মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের আবির্ভাব, দেশীয় নাট্যশালা স্থাপন ও নাট্যাভিনয়ের মাধ্যমে যুগোচিত প্রতিভার প্রকাশ ভারতবাসীকে মধ্যযুগীয় মানসিকতা থেকে মুক্ত হতে সাহায্য করেছিল। বাংলা তথা ভারতের এই নবজন্মের প্রাতে, আধুনিকতার সূচনা লগ্নে রবীন্দ্রনাথের আবির্ভাব ঘটে।

        "কাহার অভিষেকের তরে

        সোনার ঘটে আলোক ভরে

       ঊষা কাহার আশিষ বহি

             হল আঁধার পার।

       আজি প্রাতে সূর্য ওঠা

           সফল হল কার।" 


মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর পনেরটি সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথের জন্মকালে দেবেন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল চুয়াল্লিশ বছর এবং সারদা দেবীর প্রায় সাঁইত্রিশ বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর তখন ব্রাহ্মসমাজের বিভিন্ন কর্মে লিপ্ত। 


রবীন্দ্র জন্মকালে শুধু বাংলার সমাজ নয় রবীন্দ্র পরিবার ও প্রাচীন সংস্কারের আবর্জনা থেকে মুক্ত হয়েছিল। মধ্যযুগীয় সংস্কারহীন মুক্ত জীবনের মধ্যে রবীন্দ্রনাথের আবির্ভাব পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্র লেখনীতেই ব্যক্ত হয় ---

    "আমাদের পরিবার আমার জন্মের পূর্বেই সমাজের নোঙর তুলে দূরে বাঁধা - ঘাটের বাইরে এসে ভিড়েছিল। আচার অনুশাসন ক্রিয়াকর্ম সেখানে সমস্তই বিরল।" 

                       ………………..  (চলবে)



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - অভিষেক নন্দী

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614




No comments:

Post a Comment

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...