Saturday 22 October 2022

রাখী দে এর কবিতা // ই-কোরাস ৭৯

 




রাখী দে এর কবিতা 

 বিচ্ছেদ


কিছু ফুল কেড়েছিলে বিচ্ছেদের পরে,

রাতের ওপর সাজানো নরম আয়ু,

থরে থরে ছাই জমেছে মেঘের কোণে,

এবার শুধু ভেজালে প্রাণবায়ু।


কিছু আগুন শিখেছিল মাটির দহন,

চোখের কোলে নামে নিরাপদ ঘুম,

শ্যামাপোকা বৃথা আলো খুঁজে চলে

জোনাকি জানে শব্দকল্পদ্রুম!


কিছু কথা বেঁচেছিল নেভানোর পরে,

নাভিকূণ্ডের মগ্ন জীবনচরিত,

কান ঘেঁষে তার চলে গেছে সবটুকু 

যেটুকু সাজানো সেটুকু কল্পনারহিত!

……………….........


সন্ধ্যা


সন্ধ্যা গাঢ় হতে চাইলে 

নিঝুম পাখিটির মতো আকাশের রঙ বদলানো দেখি,

দূরে ধূসরে একাকী জেগে আছে সংকোচহীন টাওয়ার,

ধুলোর গন্ধ মিশে যাচ্ছে বিষণ্ণ অবয়বে!

………………......


আমরা


মুখের আদলে মুখ খুঁজি,

ছায়ার ভেতর থেকে গেঁথে আনি দৃশ্যপট,

মোড়ের কাছে ঠাঁই দাঁড়িয়ে থাকে সার সার প্রশ্নের বিন্দু,

একটি সমূহ বিকেল এসে ধরা দেয় অভিমানের কাছে,

জ্যোৎস্না চুঁইয়ে চুঁইয়ে পড়ে নরম ঘাসের গোড়ায়,

মাটি ভিজে গেলে জন্ম ছুঁয়ে যায় প্রতিটি আলপথ,

আমরা তখনও হেঁটে চলি…

………………….........


জ্যোৎস্না


একটি সমূহ জ্যোৎস্নার মুখোমুখি আমরা,

দূরে, বহু দূরে কেউ এঁকে দিচ্ছে চারণভূমির 

জোনাক জ্বলা ঘাস,

নিরুদ্দেশী তারারা একে একে ডুব দিচ্ছে মায়ার পুকুরে,

নিভন্ত পাখিটি শুনছে ডুবডুব ..

একটু একটু করে ঘাই মারছে তলিয়ে যাওয়া শব্দ!

……………………........



আলো


হাত ধুয়ে চলি,

যতক্ষণ না ধুলো পড়া পাতা নড়ে ওঠে,

লেবুর রস মাখিয়ে কচলে কচলে তুলি স্থায়ী দাগ।

মাঝে মাঝে গলা খাকারি দিই, দৃশ্য কেঁপে ওঠে।

হেলে যাওয়া সূর্যের মুখোমুখি আয়না ও আমরা!

দেওয়ালে আঁকা হিজিবিজি রেখার ওপর ঠেসে দিয়ে জাবর কাটি, ঠোঁটের কষ দিয়ে গড়িয়ে পড়ে মুহূর্ত!


হাত ধুয়ে চলি,

ফসফরাসের গুঁড়ো বেরিয়ে গেলে

আলো ঠিকরোয়!

………………….......


আতর


অন্ধকার নিভে গেলে পতঙ্গের মতো আড়মোড়া ভাঙি,

ডানায় ছিটে রোদ পড়ে,

আলোর আতর মেখে মেখে সাজিয়ে তুলি ঘরবাড়ির দৃশ্য, মৃদু আকাশ চেয়ে থাকে,

একটা ঘটি ডুবিয়ে ছড়িয়ে দিই ছায়ার উঠোনে,

ছায়ামুখ সরে গেলে নদী জেগে ওঠে!

…………………........



মুঠো


মগ্ন সন্ন্যাসীর মতো দৃশ্য মুঠো করে বসে আছি,

সজল চোখের ডোবাটির পাশে ঝুঁকে আছে অনন্ত ঘাস,

ভাঙা ভাঙা ঢেউয়ে দুলে যায় জলফড়িং,

শিরশিরে গা নিয়ে পথ চলি,

কৌতূহলী জাল ছড়ালে ঘোলা হয় জল,

আমি মুঠো আলগা করি!

……………………..



ঘোর


ঘোরের মধ্যে বসে আছে কুবো পাখি এক,

অনর্গল প্রশস্তির মতো ভেসে আছে ছায়ামুখগুলি,

ঘাসের ডগা ছুঁয়ে যায় হামাগুড়ি রোদ,

ভোরের হাওয়া এসে ঝাপটা দিলে পোড়া গন্ধ গুলো প্রকট হয়ে ওঠে,

একে একে শব্দ জাগে

ঝিরঝিরে পাতার ফাঁকে!

.………………......


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - নিজস্ব

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614












2 comments:

  1. আটটি কবিতায় খুব ভালো লাগলো। খুব সুন্দর অনুভবের লেখা।

    ReplyDelete

পশ্চিম মেদিনীপুর জেলার বন্ধ সিনেমাহলের কথা // ই-কোরাস ২০

  পশ্চিম মেদিনীপুর জেলার বন্ধ সিনেমাহলের কথা ২০ রূপছায়া টকিজ – বালিচক শ্রীজিৎ জানা সিনেমাহলে প্রবেশের আগে, এক প্রস্থ অন্য কথা হোক। আরে মশাই!...