অলক জানা'র কবিতা
অস্ত্র
গাছের ছায়ার মতো নিঃস্ব
পেছনে পড়ে থাকে বিতর্কিত
কোন এক অতীত পালক,
যেটুকু বোধ তোমাকে স্পর্শ করে
জ্বলে ওঠে, আলো তাপ অক্ষর
সাজায়, একজন কবির কাছে
সেটাই নগদ কবিতা---
পুনশ্চঃ হতে পারে রক্ষাকবচ হাতিয়ারও।
…………………........
লিভ-ইন্ অদৃশ্যবাদ
সেই কবে বেচারা জন্ম ! যাকে ভুল বলে
ডাকি, মাত্র একটিবার বাঁশপাতা গ্রামে
আমাকে পৌঁছে দিয়ে সেই যে গেছে
আর দেখা নেই, কেবল মৃত্যু নামক অপেক্ষা আমার সঙ্গেই হাঁটে, আমার সঙ্গেই লিভ-ইন্। প্রিয় নির্ভরতা ছেড়ে যাওয়ার পর
আরো কাছ থেকে ওর সঙ্গে চোখাচোখি, ভাগাভাগির দুঃখসুখ, প্রেমালাপ, ক্ষয়ে যাচ্ছে চন্দ্রকলা-শব, প্রতিটি জন্ম লিখে যায়
মৃত্যুর টিকা, ঘড়ির কাঁটার মতো বারোমাস অংক নিয়ে বসে থাকে অদৃশ্যবাদ ললাট।
…………………......
বৃষ্টির জন্য দুকলম
একটি নেশার সমার্থক প্রিয়ংবদা বৃষ্টি
তার গায়েপড়া স্বভাব,
উদাস আক্রান্ত আমি, গায়ে তখন
আমার ছেলেবেলার দারুণ সুখের জ্বর----
জড়ায়,জড়িয়ে ধরে আমার
সমগ্র বাড়ি-ঘর! স্পর্শের অনিবার্য
কোলাহলে, অসময়ে ভিজে যাওয়া
একটি নিপাতন সন্ধির নাম।
বৃষ্টি বোঝেনা লাভক্ষতির অঙ্কশাস্ত্র
আসলে বৃষ্টিতে ভেজার কোন বয়স হয় না।
…………………........
প্রতিবেশী
নির্মল বাদানুবাদের পর, আমাদের প্রায় মুখ দেখাদেখি বন্ধ, ইতিহাস যাকে ঠান্ডা লড়াই বলে, এভাবেই আমাদের পশুজন্ম অবিচল অটুট। ভিটে সীমার গাছপালাও সহজ সারল্যে শিখে নেয় তীব্র পক্ষপাতিত্বের তুকতাক জলপোড়া---আমরা উভয়ই সামনের দিকে এগিয়েছি, কত মাইল ? তৃতীয় কেউ জানে
যে আমাদের প্রতিটি গতিবিধির খতিয়ান সযত্নে রেখেছে গচ্ছিত। তবুও---তবুও একদিন হয় তুমি নয় আমি আমাদের পালিত জেদের কাছে হেরে গিয়ে হঠাৎ নিস্পন্দ থেমে গেলে আমাদের চোখ এবং পা প্রধান বিরোধী, সকলের আগে এগিয়ে যায় আর ঝরেপড়া চোখের দুফোঁটা জল তো গতজন্মের বরাদ্দ সহবৎ !
………………........
বাটখারা
কাটাপোনা অথবা মাংস, নোনা-আতা সন্দেশ, তোমার কানের ফুল, ওজন দরে আরো কত কি?
ক্রেতা সুরক্ষার বিশ্বস্ত কবচ, পাল্লার একপাশে বসে কেমন রাষ্ট্রনায়ক ! পায়রা ও নীল খামে চিঠি বিনিময় গল্প, এর বিপরীতে, অপেক্ষার হাতে বেজে চলে অধৈর্য্যের রিংটোন, লাল নীল মুখবন্ধ গোলাপি খামের ওজন জানে ডাকঘর, শুধু কোন্ খামে কতখানি প্রেরকের
হৃদয় মজুত সেই ওজন জানে না বাটখারা।
………………….....
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - নিজস্ব
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
ভালো লাগলো। কবিকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই।
ReplyDeleteবিভিন্ন আঙ্গিকে লেখা পাঁচটি কবিতাই কবির সুন্দর মননশীলতার প্রকাশ পেয়েছে। ভালো লাগলো। শুভকামনা রইলো।
ReplyDelete