ইতি মণ্ডল এর কবিতা
১.
উত্তরণ
তুমি চাইলে…
সুনীল আকাশে ইচ্ছে ডানা মেলে, উড়তে পারি।
তুমি চাইলে…
কালো মেঘ সরিয়ে তোমার বুকে, বৃষ্টি হয়ে ঝরতে পারি।
তুমি চাইলে…
বিজলীর তীব্রতাকে আমার বুকে চেপে,রাখতে পারি।
তুমি চাইলে…
মেঘনাদ হয়ে মেঘমালার আড়াল থেকে, লুকোচুরি খেলতে পারি।
তুমি চাইলে…
তোমার অধর স্পর্শ করে না বলা কথা, হিয়ার মাঝে ধরে রাখতে পারি।
তুমি চাইলে…
কাব্য ছন্দে সুর তরঙ্গে হাতে হাত রেখে, তোমার চলার সঙ্গী হতে পারি।
তুমি চাইলে…
তোমার আঁখির মনি হতে আমার আমি, নূতন করে গড়তে পারি।।
২.
ঋণ
বেলা যায় দিন কাটে
দিনে দিনে ঋণ বাড়ে
জীবনের পাতাতে পাতাতে
মনটাকে মানাতে মানাতে।
হিজিবিজি ভাবনারা
উঁকি মারে ফাঁকেতে
আঁকি-বুকি হয়ে যায়
যাপনের স্মৃতিতে।
ফিরে ফিরে আসে যারা
ডগমগ খুশিতে
ধরে রাখি তাদেরই
মুঠি ভরা আদরে।।
৩.
নকল নবিশ
বাঙালি আমরা
কাঙালি ভীষণ
বিদেশ বিভুঁই চলি।
এই ভাষাতেই
হরেক রতন
অবোধ হয়ে ভুলি।
মায়ের দুধে
মানুষ হয়ে
হলাম বিদেশ বাসী।
নব প্রজন্ম
লোকগীতি ভুলে
রিমিক্স ব্যান্ডে ভাসি।
পাশ্চাত্য নিত্যকর্মে
বিষাদ প্রহর গুনছে
ভোরের রক্ত সূর্য আঁখি।
শুটে-বুটে-হ্যাটে
সাহেবিয়ানা তে
রক্ত পতাকা তলে থাকি।
পারিনা বাঁধতে
আমরা আমি কে
মাতৃভাষার বুননে।
একুশের ঘরে
বেঁচে থাকি তবু
বাঙালি সৃজনে মননে।।
৪.
বোশেখ
গাজন ঢাকে পড়লো কাঠি
চৈতি এবার বিদায় রাতি।
বর্ষ শেষে এই বেলাতে
ছেলে মেয়ে সবাই মাতে।
বোশেখ আসে রুদ্র বেশে
খেরোরখাতার হিসেব শেষে।
আম শাখে; সিঁদুর ঘটে,
দোকান পাটে পূজোয় বসে।
ফল মিষ্টি সবার হাতে
হালখাতাতে ভালোই কাটে।
দিনের দিন যায় যত
রোদের তাপ বাড়ে তত।
পান্তা ভাতে পিঁয়াজ ফেলে
থালা সাজায় সবাই মিলে।
মেঘের দল করে গুড়গুড়
বিকেল হলে বুক দুর-দুর।
বাজ পড়ে মাঠে-ঘাটে
শুকনো পাতা ঝড়ে ওড়ে।
ঝড় শেষে শান্ত আভাস
শান্তি আনে শীতল বাতাস।।
৫.
হারিয়ে খুঁজি
হঠাৎ পাওয়া দিনগুলি সব
সারা জীবন খুঁজি।
হারিয়ে গেলে হারিয়ে যাব
এই ভাবনায় ডুবি বুঝি।
ফাগুন এলে অঙ্গনে
মনের গভীর প্রাঙ্গণে।
নানা রঙে রাঙিয়ে দিয়ে
মিলে মিশে নাচে গানে।
হলুদ বিতান মাঠেতে
সবাই মাতে প্রভাতে।
রঙিন মনের স্বপ্ন গুলি
ফুটে ওঠে ফুল কলিতে।
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
কথা - ৯৪৩৪৪৫৩৬১৪
No comments:
Post a Comment