Saturday 23 September 2023

অঞ্জন দাস এর কবিতা // ই-কোরাস ১৪৭


 

আগুনের ধাতুরূপ

অঞ্জন দাস  


ষোল 


হয়তো এখনও কেউ  আচমকা পিছু নেয় তোর 

মরা পাতা নড়ে ওঠে 

বাতাসের গালে ঠোঁটে

ধূলো কান খুলে রাখে ভোলাদিক ঝাউ মোড়

হয়তো এখনও কেউ আচকা পিছু নেয় তোর 


চিল ছোঁ ছোঁয় ছানা সোঁ কাটে পুকুরের জল 

ঘোলা হয় খোলা ডাক

নাচে ছবি খাঁচা থাক

নীল দিকে সন্তুর সমুদ্র শোনালে অবিকল 

চিল ছোঁয় ছানা সোঁ কাটে পুকুরের জল 


পকেটে অগ্নিরেখা রকেট কেটেছিলো  ঘর

জ্বরওঠে ইস্কুলে

পিনাকী বাবুর টুলে

লিখেছিলে বাদাম আড়িয়া -টিফিনের পর    

পকেটে  অগ্নিরেখা রকেট কেটেছিল ঘর

                 ----------------------


সতেরো 


গোলাপি হাতলে ফল্ডিং মুখ ঢোকে

রাস্তা চোখের সময় ফুরিয়ে ষায়

ঢিলে হয় তার যাবতীয় প্রতিরোধ    

কেসি পাল ফোটে তোমার আল্পনায় 


কবে টিউশান কুড়ি মিনিটের হাঁটা  

মাঝে মাঝে একা প্রাচীনকালের গাছ

যতবার দেখি ততবার খুঁজি ফ্রকে   

গোলাপি হাতল ফল্ডিং খোলো আজ   


বর্ণনা ফেলে  বহুদূর  ঋতুমতী   

পাতা ফসলের  শিশির ছুঁয়েছি পায়

প্রজাপতি চোল রং ফেলেছিলে মুখে    

শিষছেঁড়া বুক এখনো যন্ত্রনায়    

            --------------------



আঠারো 


আলোর শরীর তমরোদ  খু্লে গেলো

এখনো তোমাকে রোদ নামে ডাকা যায়

বিনা  কারণে  কালো চাবুকের  ধ্বনি

খোলা ছাদ একা ঝোলে জামা আলনায়


ছাতিম মাসেই  কষ্টজনেরা আসে

যেচে নিও লাল ক্যালেন্ডারি বার 

মাঠময় কত হেমন্ত গান ছিলো   

মনখারাপের একতারা কাটি তার


কতো আর কাটি কাটা কি সহ হল

গোলাপি হাতলে ফল্ডিং মুখ ঢোকে

সুচিত্রা চোখ টিউশনি করে এলে

মাটির পগার খেজুরের বেড়া ডাকে      

              ----------------


ঊনিশ 


তরুণ সেকেন্ড  যখন তখন খেলে

কোন ঈশানী  কাটছো মেঘের ডানা

ফসলের ঘুম তুমি কাটলেই আসে

রকমারি রেখা ছিলনা বৃষ্টি গননা


বৃষ্টি এলেই ঘুম ভেঙে  যায় জলে

দানাঘরে ঢুকে সূর্য বসেছে তপে             

মেঘেরা এখন চৈত্র দোকানে আসে

সূর্যও ভাসে বৃষ্টি টেনেছো ঝোপে   


সেল কামিজে লুকিয়ে যাচ্ছো তুমি 

খালিপায়ে কতো কংক্রিট হাঁটা যায়  

তরুণ সেকেন্ড যখন তখন খেলে

ছাটমারী তোকে পগারীয় বেড়াগায়

               ------------------


কুড়ি 


কেমন  মন্ত্র কুমার টুলির ছাঁচে 

নিখুঁত গড়ছো তার ফিরিয়ে পথ   

আমি ইলেভেন রাধা পেয়ারি গাছে 

সেসব ভাবিনি মূর্খ জয়দ্রথ  


তোর লিপসটিক ভেঙেদিল গানী বীণা

স্কুল খাওয়ানোর ত্রিতল চোখ আনি

তেমন  সেসব হারানো রং এর ধাঁচ

কুমার টুলির অজানা অনেকখানি


গাছ খেজুরে  লুকোতে চাইলে কাঁটা 

জামকুল ছাতি টিপ্পনী কাটে ফেটে 

ছ্যাঁত করে ওঠে রাধা পেয়ারির ডাল

তরুণ সেকেন্ড  মট্ মট্ বোঁকা কাটে     

               -----------------

সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - অঞ্জন দাস

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪


1 comment:

তৃষ্ণা বসাক এর কবিতা // ই-কোরাস ১৮০

  তৃষ্ণা বসাক এর কবিতা ১. মহানির্বাণ   চুন্দ, চুন্দ, এখনি এই শূকর মাংস মাটির গভীরে পুঁতে ফেলো, পৃথিবীতে এমন কেউ নেই যে এই মাংস পরিপাক করতে প...