Saturday 28 January 2023

সুদেষ্ণা ঘটক অধিকারী এর কবিতা // ই-কোরাস ৯৩

 



সুদেষ্ণা ঘটক অধিকারী এর কবিতা


সাধ


এমন একটা সূর্য উঠুক এবার

আগুন না ঝরে ফাগুন ঝরবে তাতে,

রঙ হবে তার সবুজ বনস্পতির

কোনোদিন যেন হারিয়ে না যায় রাতে।

এমন একটা চন্দ্রিমা আঁকা হোক

কলঙ্কী নয়; নেই তার কোনো শোক,

গ্রহণ না লেগে পূর্ণপ্রভার সাথে

সূর্যের পাশে আকাশেতে যেনো ভাতে।

এমন একটা পৃথিবী আসুক এবার;

স্বাধীনতা হোক আপামর জন সবার,

ঘুচে যাক যতো হিংসা ক্রোধিত মন

সুখে থাক তাতে প্রতিটি জীবের আধার।

                   *********


মানুষ ঈশ্বর 


ভালোবাসা দীর্ঘজীবী হোক।

মুখোশ সরিয়ে মুখে মুখে হোক কথা

জন্মের পরে আবারও জন্ম হোক

মান আর হুঁশের

পরজন্ম নয়,এই জন্মেই গাঢ় থাক বিশ্বাস

মৃত্তিকার সোঁদা গন্ধে জেগে উঠুক

অন্তরের মানুষ ঈশ্বর 

মধ্যস্ততায় বাঁধা থাক চেতনা

আর বিশ্বাস

ভাবতে শিখুক, বাঁচতে শিখুক সবাই।

           *********



অস্ত রবির গান


মুখে তখন

পড়ন্ত বিকেলের ক্লান্ত রোদ

মনে; অপেক্ষার স্ফুলিঙ্গ

নীড়ে ফেরা পাখিদের মতো,

আবীর রঙা আকাশে

তাকাতে গিয়ে দেখি

এখনও অনেক স্বপ্ন জমে

গাছের পাতায় পাতায়...

কলয়েড রূপে সঞ্চিত উদ্যম

স্তরীভূত মেঘের ভাঁজে,

শুধু শ্রাবস্তীর কারুকার্য নেই

প্রকৃতির মুখে

আছে ভেজা মাঠ; ভেজা পথ

সাথে বিলীয়মান ক্ষীণ দ্যুতি

আছে ঘরে ফেরার টান...

আছে অস্ত রবির গান।

      ***************



চাই বসন্ত কলরব


পলাশ! তুমি ফুটবে কবে গো!

তোমার পথে আসবে বসন্ত।

জাগবে আমার ঘুম পালানো চোখ,

ভরবে আবার মাটির দিগন্ত।

ধূসর বুকে আবার কচি পাতা;

উষ্ণ হাওয়ায় হিমেল অনুভব,

একলা সকাল; একলা বিকেলগুলো

ভরিয়ে দেবে মধুর কুহু রব।

ফোটো পলাশ ফোটো;

আগুন জ্বালাও মনে,

বাসন্তী প্রেম দাও; দাও...

দহন জ্বালার সনে!

সে সুখ গহীনে যাক; তোলপাড় হোক সব,

শুধু পথ করে দাও তারে;

আসুক বসন্ত কলরব। 

        **********


অপেক্ষা 


বিকেলটা বড্ড ছোটো...

সময়টা ভেঙে ফুরিয়ে গেল দ্রুত,

হেমন্তের বিকেল; দুই বিবাগীর মুখে

প্রতিফলিত হরিৎ বর্ণ আলো,

চোখে আগুন পলাশ নেশা...

ভেস্তে দিল অবসর যাপনের ছুতো।

আরও কমবে বিকেল...

ইচ্ছের সহস্র-অযুত-নিযুত অঙ্ক কষা

"খেরোর খাতা"টা;গোপনে গোছানো থাক

শীতের রুক্ষতা শেষে-বসন্ত অপেক্ষায়।

               **********



গ্রাম সংখ্যার প্রকাশিত হয়েছে। আপনি সংগ্রহ করতে পারেন।


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ -সুদেষ্ণা ঘটক অধিকারী

ঠিকানা -সুরতপুর,  দাসপুর, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ ৭২১২১১

কথা - 9434453614



No comments:

Post a Comment

তৃষ্ণা বসাক এর কবিতা // ই-কোরাস ১৮০

  তৃষ্ণা বসাক এর কবিতা ১. মহানির্বাণ   চুন্দ, চুন্দ, এখনি এই শূকর মাংস মাটির গভীরে পুঁতে ফেলো, পৃথিবীতে এমন কেউ নেই যে এই মাংস পরিপাক করতে প...