দেবশ্রী দে এর কবিতা
দর্শন
স্ট্রিটলাইটগুলোকে বেশ ডিপ্লোম্যাটিক
মনে হয় আমার
কতকিছু দেখে, অথচ ততটুকুই দেখায়,
যতটুকু দরকার
আলোর মধ্যেকার অন্ধকার
কিংবা অন্ধকারে লুকোনো আলোর কথা
……………….
ভ্রম
নদী ভরসা চেয়েছিল
ছোট্ট গর্তের কাছে
সায় মিলতেই ঢেলে দিয়েছিল জল
আকাশ নদীর কাছে বন্দি থাকে না
গর্তের জলে স্থির
আমরা শুধুই ছোটো কিংবা বড়ো বুঝি
………………..
ভার
আমাদের মাঝখানে যে দূরত্ব
সেখানে কত না মেঘ
অনুভব বিনিময় করাই তাদের কাজ
তেমন কোনও ভার না থাকলে
বৃষ্টির সম্ভাবনা নেই
অথচ জমিয়ে রাখো অকারণ অভিমান
ধুম বর্ষায় ঝরে
ক্ষণস্থায়ী সম্পর্ক আর কান্নার রিলেটিভিটি
…………………
সাধনা
সব নদী
কখনোই ফল্গু হ'তে পারে না।
আত্মগোপন করে থাকাও তো
এক শিল্প। সাধনা।
আলোর বিপরীতে হাঁটা,
তবু অন্ধকার নয়
অদৃশ্য অথচ অস্তিত্বহীন নয়
……………….
শোষণ
শুষে নিচ্ছে
সর্বস্ব শুষে নিচ্ছে সবাই
বাঁচাতে পারিনি নিজেকেও
এখন, তোমার সামনে
বাড়িয়ে দিচ্ছি রক্তশূন্য ঠোঁট
…………………
স্থিতিজাড্য
অনেককিছু লিখে ফেলব
ভেবে ফাঁক করে নিই পুরোনো ক্ষত
যেমন আকাশ ভেঙে জল নেমে আসে
অথচ আমার কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই
ডাহুকের সর্বনাম খুঁজে খুঁজে
একটি কবিতা মরে যায়, থেমে যায় গদ্যের ধুন
সৃষ্টিকর্তা হতে গেলে কী কী প্রয়োজন
ভাবতে ভাবতে বদলে যায় সব
শরৎ এসে পড়ে, আর
অচানক আকাশের ডিপি বদলে যায়
………………
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - নিজস্ব
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
'ভার' কবিতা থেকে পর পর কবিতাগুলি আমার ভালো লাগলো খুব।
ReplyDeleteঅনেক শুভ কামনা কবি'কে।
This comment has been removed by the author.
ReplyDelete