মৌপর্ণা মুখোপাধ্যায় এর কবিতা
রঙ
চিবুকে শান্তিনিকেতনের দোল।
অচিনপাখি ডানা মিললে
পালক সেজে ওঠে।
রোমকূপে গিঁট পড়ে,
বারান্দায় ওড়ে রঙিন কাপড়।
আলপথে যেতে যেতে
গান ধরে বাউল
মন তখন উজান ভাটায়,
কচি ধানের শিষে।
আবির ছড়িয়ে পড়ে ঝোলা থেকে
দোল মন্দিরে।
আকাশের গায়ে তখন
বসন্ত উৎসব।
...................
পাণ্ডুলিপির কঙ্কাল
শেষ মুহূর্তের কিছু আগে
বৃষ্টি নামলো।
পাণ্ডুলিপির পাতায় জল।
ডানা ঝাপটাতে ঝাপটাতে
মিশে গেল অক্ষর পাখিরা।
দিন কয়েক পর
চারপাশ জুড়ে মিছিল
শাল মহুয়ার গা থেকে
গড়িয়ে পড়ছে জল,
শরীরে নোনা দাগ।
জঙ্গলের বুড়ো,বুড়ি,মেয়ে ,পুরুষ আর
বাচ্চারা ঘরের ভেতর।
অশান্তি এখন গাছে গাছে,পশু পাখিতে।
ওরা সবাই চলে যাবে একদিন
থেকে যাবে পাণ্ডুলিপির কঙ্কাল।
............................
হিম ঢাকা শরীর
পর্বতের বুক চিরে বেরোতে চায় নদী।
হিমবাহ গলে যায়,
হিম হয় শরীর।
কুমেরু প্রশ্বাস নেয়,
শিরায় শিরায় মহাকর্ষ টান,
তবুও চোখের দৃষ্টি অর্জুনের লক্ষ্যভেদে।
মুখ চায় বোবা হতে,
তবুও উড়তে থাকে
মাথার ওপর শপথ পতাকা
এভারেস্ট , হিম ঢাকা শরীর।
..........................
শঙ্খচিল
শঙ্খচিল আর এগিয়ো না,
বেশি গেলে উন্মুক্ত পাখা দুটো
মা হারা হবে।
তুমি ফিরে এসো
গ্রামের জলায় স্নান করো
রাজহংসী সাথে।
একটু ভরসা রাখো মাটির ওপর
গন্ধ গায়ে মাখো তার
শীর্ষদেশ ছুঁয়ে।
শঙ্খচিল নিয়ে চলো আমায়
যেখানে আকাশ মাটির চুম্বনে
গড়বো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান।
......................
জাল
যখন কুয়াশাও বোনে জাল
কৃষ্ণের বাঁশির সুরে
ঘনীভূত রহস্য।
মেয়েটা উন্মত্ত হয়ে ছোটে
লকলকিয়ে ওঠে সর্পিল জিহ্বারা ।
আবছা আলোয় সবই অস্পষ্ট,
অনুরণন খোঁজে একটু জল
মাকড়সার দল তবু জালই বুনে চলে
...........................
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - নিজস্ব
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
No comments:
Post a Comment