তুষারকান্তি ঘোষ এর কবিতা
চিতায় জ্বলবার আগে
আপনারা বিশ্বাস করতে না পারেন, তবু একথা সত্য এবয়সেও গভীর প্রেমের ঢেউ এ আমি নৌকাখানি ভাসিয়ে দিই।
আমার বুকের আলমারিতে কমলাসবুজ রত্নভান্ডার আছে, এখনো পড়ি লালন সাঁই আর শাহ আবদুল করিম। বেঠোফেনের মত রবীন্দ্রনাথ এখনো প্রিয় সঙ্গী আমার।
আপনারা বলবেন বাড়াবাড়ি! মৃত্যুর দীঘল ডানা যার হাত ছুঁয়ে আছে তার সাজে না এইসব। রামনামই শ্রেয়।
জেনে রাখুন, আমি আপনাদের অধীনস্থ নই, আমি যতদিন বাঁচব পৃথীবীর ঘোরানো মুখ খুঁজে বের করব, অনাবিষ্কৃত নদী ও নারীর সন্ধান করব, চিতার আগুনে জ্বলবার আগে আমি শোকের পোষাক পরব না।
……………….....
শ্রাবণ বিকেলে
আমি জানি না কি কথা বলব তাকে, কিভাবে শুরু করব
শেষ ছবিতে চোখে তার বিষাদ লেগে ছিল
সে এক ধীরগামী শান্ত নদী
ঘুমের দুপুর শেষে আমি সাইকেলের ঘন্টি বাজাই
তাদের ছাদের উপর অরণ্যের ছায়া, আকাশে মেঘ
ঈশারায় প্রনয়-প্রস্তাব দেবার আগেই, ছাদের আলসে থেকে জুঁই ফুলের মালা-জড়ানো নীল চিঠি উড়ে আসে
খুলে দেখি, শ্রাবনের টিপ টিপ বৃষ্টির গায়ে বিন্দু বিন্দু প্রেম লেখা আছে
………………......
বিষাদকাল
আমার বিষাদকাল আর শেষ হল না
কালো মেঘের নীচে ক্ষয়িষ্ণু শিকড় নিয়ে দাঁড়িয়ে আছি
যাত্রীবিহীন স্টেশনে যে মেয়েটির সাথে একদিন দেখা হয়েছিল সে যে কোথায় হারিয়ে গেল!
মাঝবয়সী নারীদের ভিড় পেরিয়ে ফাঁকা মাঠে দাঁড়াই, যন্ত্রনায় বুক ব্যাথা করে
তার সাথে দু'দন্ড কথা হয়েছিল, তার আধভেজা চোখে স্বপ্ন আঁকা ছিল
দেখা হলে বলতাম, মনে আছে? ঝড় আসার আগে একদন্ড দাঁড়িয়ে ফুলের সুবাস নিয়ে যাও
………………….....
ছায়া
সূর্যাস্তের সময় ছায়া লম্বা হয় খুব
আমি আশ্রয় খুঁজি তোমার ছায়ায়
গতকাল নির্ঘুম কেটেছে
সমুদ্রে জাহাজ দাঁড়িয়েছিল, শোকের পোষাক বৃষ্টিভেজা হলে উদ্দাম জলে ভাসিয়ে দিয়েছিলাম,
শেষ রাতে চাঁদের চোখ খুলে গেলে কাছাকাছি হয়েছিলাম দু'জনে
ছায়ার ভিতরে ছায়া লুকিয়ে থাকে, শেষরাতে আদরের শেষে এ বয়সে লজ্জা পায় খুব, ছায়া আর মায়া নিয়েই আছি, তুমি ছাড়া নিঃসঙ্গ, ভীষণ একাকী
…………………......
দুঃখ এবং দুঃখ
সব দুঃখ তোমাকে পাঠালাম; যে প্রাগঃঐতিহাসিক দুঃখগুলি পারস্য সাগর পেরিয়ে এসে কঠিন সত্যের মাঝে আমার বুকের মাঝে ঘুর্ণিপাক খেয়েছে সারাজীবন, দুই করতল ভ'রে তাদের পাঠালাম তোমার কাছে।
এতদিন কাকেও কিছু বলিনি, অন্ধকার জলে ডুব দিয়েছি, আকাশ শূন্যতায় ভ'রে গেলে উদাসীন হয়েছি তোমার মুখ ভেবে।
তুমি কি সত্যিই জানো আমাকে ঠিক করে, নাকি শুধু খেলা, জানিনা আমি। তবু, দুঃখগুলি তোমার স্পর্শ চায়।
আমার বিশ্বাস সব সর্বনাশ পেরিয়ে সামান্য ভালোবাসার
……………….....
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - অনন্যা খান
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
No comments:
Post a Comment