শ্রীতনু চৌধুরী এর "বসন্ত এনেছি রাই" সিরিজের কবিতা
প্রথম যুগল
একটি পলাশ দেখব বলে
বিকেলের কাছে প্রণিপাত
দেবদৃষ্টির মত আলো
তোমার কপোল ছুঁয়ে
কুচকাওয়াজের মাঠে নেমে এলে
মৌরিফুলের ঘ্রানে খুলে যায়
অনাবিষ্কৃত সভ্যতা
ছন্দ বিভাজনে কপিলাবস্তু
কবিতা রমণীর হৃদয়ের কাছে
ভোরের মাধুকরি
বোধের অতীত পাখিগুলি
উড়ে এসে বসে লুম্বিনীনগরে
পলাশ শিমুলের দুরন্ত দ্বৈরথে
বুদ্ধ জন্ম হবে
মনে রেখো মহাকাল
পৃথিবীর প্রথম যুগল
জন্ম নিয়েছিল
তোমারই বোধিবৃক্ষের
মাথায় মাথায় ।
তবুও প্রণয়
তবু মাছরাঙা এসে বসে শূন্য ডালে
এখন মৃগয়া নয়,বিরহ বিষন্ন কাল
কে কতটা ফিরিয়ে দিতে পারে,
মড়াকাঠ থেকে
কে শুষে নিতে পারে বিভূতি বিরাগ
প্রথম মুকুল তারই পরীক্ষা সময়
গাছেরাও ভাগ করে নেয়
সংসার ও সন্ন্যাস
পুরোনো নির্মোক অবলীলায় ত্যাগ করে
সাজতে পারে যে নতুন গোঁসাই
তার আত্মপ্রেমের কাছে
গচ্ছিত রেখে জীবন ফসল
বাউলনি কিসের লোভে যেন
সে পথেই ফিরে আসে বারংবার ।
পলাশ পদাবলি
কেন্দ্রে তোমার আসনখানি পাতা
যাপন জুড়ে হৃদয় কথাকলি
বাঁধার কাজ তো মোটেই ছিল না সোজা
লিখিয়ে নিলে পলাশ পদাবলি ।
গহনে তার নিত্য আসা যাওয়া
ছিল অঢেল পরিযায়ী সুখ
তোমার আমার আকাশ ঠিকানা লেখা
চিঠি পেয়েছে প্রেমিক চন্দ্রভূক।
হেলায় ছেড়ে মেহগনি সম্মোহ
লালন করেছ পাড় ভাঙনের দুখ
লালসুতো হাতে একান্ত ক্যানভাসে
শিমুল হৃদয়ে রেখে দিলে কিংশুক।
পরিণত স্রোত পলির কথা জানে
বুকের চাদর সরিয়ে দিক কেউ
মোহনা পেরিয়ে সাগর সেঁচার খেলা
এমনভাবে খেলে না যেন কেউ।
সন্ন্যাস
বিকেল বাতাস ছিল
মৌরিফুল শীত
কোমল গান্ধারে উঁকি
উষসী স্ফটিক
বিমূর্ত সে নিশি গাছ
উদ্গত শিমুল
নক্ষত্র সিঁথির কথা
ভুলেছে সিঁদুর
যেতে হবে জন্মান্তর
লক্ষ পৌষ রাত
ঊষার গৈরিক যদি
সাজায় সন্ন্যাস
জানিনা সে নীল গম
কোথা আছে মনে
তুমিই দেখাবে রাই
রাস নৃত্যাঙ্গনে ।
আহের
ভেষজ পাতার ফাঁকে
গোপন জিঘাংসা
ঘুম ভেঙে প্রথম যে অপ্রিয় মুখ
তার চেয়ে অনেক বেশি বিষ
স্তব্ধতায়
হিরণ্য প্রস্ফুট যাঁর ব্রহ্ম নির্দেশ
প্রতিটি উন্মীলনে রাই জাগো সুর তার
শরীরে শরীরে ঢালে হলুদ জীবন
তবুও শুভ্র বক
আহির ভৈরবে নিমগ্ন নিঠুর
ফিরে এসো প্রব্রাজন শেষে
তোমার চরণ প্রত্যাশায়
শুকনো পাতার উপর
থরে থরে সাজানো আছে
সোনাঝুরি নূপুর ।
.................
সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
প্রচ্ছদ - সুকান্ত সিংহ
ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614
দারুন। প্রাণবন্ত লেখনী।
ReplyDeleteবাহ্। খৃব ভালো কবিতা।
ReplyDeleteপ্রতিটি লেখা মুগ্ধ করে রাখে।
ReplyDeleteগভীর ও প্রাণবন্ত।