Sunday 26 July 2020

e-কোরাস ৩৭ // বিপ্লব গঙ্গোপাধ্যায় এর কবিতা





বিপ্লব গঙ্গোপাধ্যায়ের পাঁচটি কবিতা

১.
অবিবেচনা প্রসূত সংলাপ

অন্ধকার জড়ো করে  রাখছো  দরজায় রাখো
কথা বলতে বলতে খুলে দাও নৈশব্দ্যের ছাতা
ভয় করছে ?  
বৃষ্টি এলে ভিজে যাবে জমানো আঁধার  

বয়স স্বাধীন হলে এইসব বিবেচনা কখন হারিয়ে যায়
তার চেয়ে যেখানে থমকে আছো
আরোও কিছুক্ষণ থাকো 

ধুমপান নিষেধ জেনেও
 একটা সিগারেট ধরানো যাক এই অবকাশে

সাবধানে
 জ্বলন্ত দেশলাই কাঠি থেকে আগুনের ফুলকি বেরিয়ে
তোমার আজীবন সঞ্চিত অন্ধকার যেন পুড়িয়ে ফেলতে না পারে



 ২.
 লাভ ক্ষতির সহজ অঙ্ক

গাছের ডালে দড়ি বাঁধছে যে লোকটা
গলায় ফাঁস আটকে ঝুলতে ঝুলতে
                       চলে যাবে নক্ষত্রনগরে

এখন সে ‘এন আর সি’ ভাবছে না
ক্যাব নিয়ে ভাবছে না ,
ভাবছে না
দেশ বা দুনিয়া জুড়ে
সন্ত্রাসের মুখ কী ভাবে লম্বা হয়ে যাচ্ছে প্রতিদিন
জিনিসের দাম বাড়লে দড়ি কেন ছোট হয়ে যায়
এতে কার কতটুকু  কমিশন ?

এসব লাভ ক্ষতির বাইরে বিশ্বশান্তি ঝুলে আছে ডালে



 .
এবং নির্জন দ্বীপ

এই লম্বা সফরে এখন সাদা পাতা উড়ে যায়
সেগুনের জঙ্গল পেরিয়ে
চারপাশে উপকথা আখ্যানমঞ্জরী
নিমেষে আয়ত্ত করে  তারাদের পৃথিবীতে গেছে

উপত্যকা ভেঙে কেউ অলৌকিক চোখে
দেখে নিচ্ছে অতিথি নিবাস
পরিব্যপ্ত পথে পথে নির্জনতা
বোবা জল,
কেবল দীর্ঘশ্বাসে অবহেলা মুগ্ধ ছায়ার নীচে বাসা বেঁধে আছে

সুন্দরের চারপাশে একান্তে নির্জন আমি
ভাগীদার নেই



 ৪.
অবিকল্প রাত

ফাঁকা কেবিনের পাশে একা চাঁদ
তাকে নিয়ে রাত জেগে আছি
দুপাশে অজস্র ঘুম প্রতিরক্ষা ভেঙে আসবে নিরক্ত সময়ে
তেমন সাধ্য নেই

নিঃশব্দে হাতের মুঠোয় কিছু ভুল তুলে নিতে হয়
এই ভুল অলীক আশ্চর্য খেলাঘর

প্রিয়তোষ কল্পনায় অনন্ত প্রহর জুড়ে অবিকল্প রাত বেঁচে আছে




৫.
গাছেরা যেভাবে লেখে

গাছেরা কবিতা লেখে
আমি জানি লুপ্ত সেই শব্দের ভঙ্গিমা 
হাওয়াবাতাসের গায়ে দুলে ওঠে ছন্দের শরীর

পরাগে অক্ষর ভাসে
দূরে উড়ে যায়
হাওয়ায় আঁচলে সেই নিদ্রিত ডানার  গন্ধ 
অপ্রকাশ এই ধ্বনি তুমি জানো দূরবর্তী অভিমানী মেয়ে  
                     

           মাস্ক ব্যবহার করুন। দূরত্ব বজায় রাখুন।            প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন ন।  



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা
তুলিতে - মঞ্জুরী হেম্ব্রম
ঠিকানা - সুরতপুর, হরিরামপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর,


পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614








1 comment:

  1. প্রতিটি কবিতাই অনন্যসুন্দর! ভাবনার কি মহত্তম প্রকাশ নানাভাবে সবকটি কবিতাতেই। মুগ্ধ হয়ে পড়ি আর ভাবি মননের কোন স্তর থেকে উঠে আসে এসব কবিতা! এরকম কবিতার কাছে আমাদের লৌকিক ও অলৌকিক সব গান জড়ো হয়ে থাকে। অভিনন্দন বিপ্লব! অসাধারণ কবিতা লেখার জন্য।

    ReplyDelete

তৃষ্ণা বসাক এর কবিতা // ই-কোরাস ১৮০

  তৃষ্ণা বসাক এর কবিতা ১. মহানির্বাণ   চুন্দ, চুন্দ, এখনি এই শূকর মাংস মাটির গভীরে পুঁতে ফেলো, পৃথিবীতে এমন কেউ নেই যে এই মাংস পরিপাক করতে প...