Saturday, 9 April 2022

বসন্ত এনেছি রাই // শ্রীতনু চৌধুরী // ই-কোরাস-৫০

 




শ্রীতনু চৌধুরী এর "বসন্ত এনেছি রাই" সিরিজের কবিতা


কাব‍্যকন‍্যে 


শব্দ মিছিলে 

সেদিন প্রথম দেখা

শ্বেত বসন সহজ চলনে অন্যরকম

মনে হয়েছিল

হে অতল

এই বুদবুদ বন্দিসে

তুমি বড়ই বেমানান


দু'কদম এগিয়ে

সেরে নিলাম পরিচয়

তারপর উল্টো গমন

পত্রমোচী পথে চলতে চলতে

তখন শেষ ফাগুনের রং ছড়ানো বিকেল

নাম রাখলাম-পলাশ

মুচকি হেসে বললো

আমি যদি পলাশ হই

তুমি তবে শিমুল

চলো না,যাই বহুদূর-


নক্ষত্র বিছানো পথ চলে গেছে দিগন্তে

অনন্তের যাত্রী আমরা

হেঁটে চলেছি-হেঁটেই চলেছি-

..................


মমি


যতবার দেখি

তারিফ করি নিজেকেই

কি লাবণ্যে সাজিয়েছ খোয়াই

দৃষ্টি ফেরানোর আগে

আর একবার 

দেখে নিই অনুরক্ত পদ্ম-পলাশ


আমার কী দোষ বলো?

এভাবেই 

একফোঁটা গোলাপী আতরের লোভে

হাজার বছর পিরামিডে 

মমি হয়ে জেগে আছে

প্রেমিক ফ্যারাও ।

.................


 দৃষ্টি


রাতকথনের মাঝেই 

ঈশানে সাজানো শিঙ্গার

মেঘের ওপার থেকে বাজে 

ছম-ছম

তাকিয়ে জ্যোতিষ্ক পুরুষ 


ও কোমল চরণ তুমি

ঢেকে রাখো রাই

জৈব দৃষ্টিতে যদি লেগে যায় দাগ

নক্ষত্র নূপুর তবে

হয়ে যাবে ম্লান ।

............


জন্ম-মৃত্যু


মাত্রাহীন নিদ্রা নির্ণয়ে

আয়ুর হিসেব রাখা দায়

জন্ম আর মৃত্যুর মাঝেই কি

সীমাবদ্ধ আয়ুষ্কাল?

এখন আমি নৈঋতে 

চলে যেতে পারি বহুদূর

না ফেরার দেশ মানেই কি মৃত্যু ?

পশ্চাৎ মুছে জ্যোতিষ্ক প্রদেশে

পেয়ে তো যেতেই পারি নবজন্ম !


মেরুর হিমযুগও নয় অনাদি অনন্ত

শীতঘুম ভাঙিয়ে যদি 

পাড়ি দিই পূর্ণ পরিচ্ছন্নতার দিকে 

মায়া পরিক্রমনকে তবে বলতেই পারি-

কোনো গতিপথই নির্দিষ্ট নয়


অন্তর ব্রহ্মাণ্ডে সব কিছু ছিন্ন করার

যে দূরন্ত ইচ্ছা তুমি দিয়েছ

সেই স্বরূপ শক্তির নিকট গচ্ছিত 

আমার যাবতীয় প্রেম

তার মধু মৌতাত-তোমার আনন্দ হলে

কেন এই জন্ম-মৃত্যু ?

আমি তো তোমার পরা-ভূতে

অমর হয়ে আছি, রাই!

.............


শুদ্ধ

বুকে টেনে নিলে প্রিয় নারী

খুলে দেয় রন্ধ্র সকল

অবগাহনের আগে

আতর জলে শুদ্ধ হও পুরুষ


হৃদয় গোস্পদে লুকানো 

বৃষ্টি ও ফুল

অর্চন শেষে হবে

সম্পূর্ণ নিবেদন

কে কাকে পরাবে মালা?

তাই রোজ একবার অন্তত

ঈশ্বর সাজো-হে মানুষ ।

-------------



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - অলিক সেন

ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614






3 comments:

  1. প্রথম পড়লাম এনার কবিতা ,
    বলা যায়
    প্রথম চিনলাম এঁকে,

    বড়ো
    সাবলীল অঙ্কন , দিনান্তের 👌

    তবু
    মায়া আর মরীচিকা র
    বিভ্রম

    কাটে
    কৈ ?

    ভালো থাকুন কবি ,ভালো রাখুন সবাইকে

    এম্নি
    করেই 👌

    প্রসাদ পাঠক( দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি )

    ReplyDelete
  2. বড় ভালো লেখা। মসৃন,প্রেমজ,একটি নম্র স্বর যেন বলতে বলতে নিমজ্জিত করে দিয়ে যায়।
    আমার জন্য এ লেখা সত্যি সত্যি এক আশ্চর্য আত্মদর্শন ও আর্তির কাছে বসিয়ে রাখে।

    ReplyDelete
  3. খুব ভালো লাগলো।

    ReplyDelete

অমৃত মাইতি এর গদ্য // ই-কোরাস ১০৮

  আমি এক নদী অমৃত মাইতি আমি এক আঁকাবাঁকা নদী। জন্মের পর থেকেই শুধু বাধা বাধা আর  বাধা। বাধার পাহাড় বেরিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি মোহনার ...